নয়াদিল্লি: একে উৎসবের (festive) মরসুম, তার উপর রাজধানী শহরের (New Delhi) ভয়ঙ্কর যানজট! সব পেরিয়ে গ্রাহকের (customer) কাছে খাবার (food) পৌঁছে দেওয়া মোটেও চাট্টিখানি কথা নয়। তিনি দিয়েছেন। তাই সংশ্লিষ্ট 'ফুড ডেলিভারি এজেন্ট'-কে (food delivery agent) সম্মান (welcome) না জানালেই নয়। খানিকটা সেই ভাবনা থেকেই তাঁকে কপালে চন্দনের ফোঁটা দিয়ে আরতি করলেন (aarti ki thali) গ্রাহক। ঠাট্টা নয়, হালে দিল্লি শহরেই এমন ঘটনা ঘটেছে বলে জোর জল্পনা সোশ্যাল মিডিয়ায় (instagram)। হাতেগরম 'প্রমাণ' হিসেবে আরতি-পর্বের ভিডিও-ও (viral video) দেওয়া হয়েছে। এবং প্রত্যাশিত ভাবেই সেটি ভয়ঙ্কর ভাইরাল।


কী ঘটেছিল?
বৃহস্পতিবার এক ইনস্টাগ্রাম-ব্যবহাকারী ভিডিওটি পোস্ট করেন। একদিনের মধ্যে ২ লক্ষ ১৩ হাজার লাইক এবং ২০ লক্ষ ভিউজ হয়ে যায় সেটির। ভিডিও-র সঙ্গে ক্যাপশন, 'দিল্লির যানজট সত্ত্বেও খাবারের অর্ডার ঠিকঠাক পাওয়া গিয়েছে।' এর পর সংশ্লিষ্ট ফুড ডেলিভারি সংস্থাকে ধন্যবাদও জানান তিনি। কিন্তু কী রয়েছে ভিডিওয়? দেখা যাচ্ছে প্রায় ঘণ্টাখানেক অপেক্ষার পর এসে পৌঁছেছেন ফুড ডেলিভারি এজেন্ট। হাতে খাবার। তাঁকে দেখে আনন্দে ও কিছুটা রসিকতাচ্ছলেই গান গাইতে গাইতে এগিয়ে যান এক প্রৌঢ়। তার পর একেবারে আরতির থালা নিয়ে ফুড ডেলিভারি এজেন্টের কপালে টিকা পরিয়ে দেন। এভাবে গান গেয়ে যে তাঁকে কেউ স্বাগত জানাতে পারেন সেটা বোধহয় স্বপ্নেও ভাবেননি ওই যুবক। হেসে হেলমেট খুলে ফেলেন। আন্তরিক ভাবে টিকা নিতেও দেখা যায় তাঁকে। কিন্তু যে ভাবে ওই প্রৌঢ় ডেলিভারি এজেন্টকে স্বাগত জানিয়েছেন তাতেই মুগ্ধ নেটিজেনদের বেশিরভাগ। কেউ লিখেছেন, 'আঙ্কল নিশ্চয়ই এমন  কাণ্ড ঘটাবেন বলে অনেক দিন ধরেই ভেবেছেন।' কারও আবার বক্তব্য, 'আমি অন্তত একবার এভাবে ডেলিভারি এজেন্টকে স্বাগত জানাব।' তবে কেউ কেউ আবার গোটা পর্বে বিদ্রুপের ছোঁয়াও পেয়েছেন।


আগেও ভাইরাল ফুড ডেলিভারি এজেন্টরা...
গত জুলাইয়ে আর এক ফুড ডেলিভারি অ্যাপ সংস্থার পোশাক পরা এক ঘোড়সওয়ারকে নিয়ে হইচই পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। সে বার ভাইরাব ভিডিওয় দেখা যায়, তুমুল বৃষ্টির মাঝেও কাজ করে চলেছেন তিনি। মুম্বইয়ের মতো শহরে বৃষ্টি হলেই জল জমে যায়। তাই কাজের জন্য ঘোড়াকে নিজের বাহন করে নিয়েছেন, ভিডিও দেখে এমনই ধারণা হয়েছিল নেটিজেনদের। কিন্তু পরে ওই সংস্থা বিস্তর খোঁজখবর করে জানায়, ঘোড়সওয়ার তাদের কর্মী নয়। একটি আস্তাবল দেখভালের কাজ করে সে। আরও নির্দিষ্ট করে বললে বিয়ে করতে যাওয়ার সময় যে ঘোড়া লাগে, তার সাজগোজের ভার ছিল ওই ব্যক্তির উপর। যে ব্যাগ দেখে তাকে ফুড ডেলিভারি পার্টনার বলে মনে হয়েছিল সেটি আসলে অন্য় কারও থেকে ধার করেছিল সে। ব্যাগের মধ্যে খাবারদাবার নয়, ঘোড়ার সাজসজ্জার সরঞ্জাম ছিল। ঘটনার দিন একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিল ওই ব্যক্তি। পিঠে সংস্থার নামাঙ্কিত ব্য়াগে ঘোড়ার সাজসজ্জার সরঞ্জাম ছিল স্বাভাবিক ভাবেই। ঘটনাচক্রে সেই সময়ই তার ভিডিও হয়। তার পরেই নেটদুনিয়ায় হইচই।


আরও পড়ুন:হরিদেবপুর কাণ্ডে ধুন্ধুমার, অভিযুক্ত বান্ধবীর বাড়িতে চড়াও উত্তেজিত পড়শিরা