Viral News: কুকুরের ডাক শোনাল 'অ্যালেক্সা', পালাল বাঁদরের দল, কিশোরীর বুদ্ধিমত্তায় মুগ্ধ আনন্দ মহিন্দ্রা

Alexa: অ্যামাজনের ভয়েস অ্যাসিসট্যান্ট সাপোর্ট অ্যালেক্সার সঙ্গে আজকাল প্রায় সকলেরই পরিচয় রয়েছে। কিন্তু ওই স্মার্ট ডিভাইসের প্রযুক্তি যে এভাবেও ব্যবহার করা যায়, এমনটা বোধহয় কেউই ভাবেননি।

Continues below advertisement

Viral News: বাড়িতে ঢুকে পড়েছিল বাঁদরের দল। তাদের কীর্তিকলাপ দেখে ভয় পেয়ে গিয়েছিল বাড়ির এক ছোট্ট সদস্য। বাঁদরের দলকে তাড়াতে তাই অ্যালেক্সা- র সাহায্য নিয়েছিল বছর ১৩- র কিশোরী নিকিতা। আর তার উপস্থিত বুদ্ধির তারিফ করে কিশোরীকে সটান চাকরির প্রস্তাব দিয়েছেন শিল্পপতি আনন্দ মহিন্দ্রা। বড় হলে নিকিতা মহিন্দ্রা গ্রুপে চাকরি পাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান। 

Continues below advertisement

ঠিক কী ঘটেছিল উত্তরপ্রদেশের বাস্তি জেলায় 

বাস্তি জেলার আবাস বিকাশ কলোনির বাসিন্দা পঙ্কজ ওজা। তাঁর কন্যা নিকিতা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে তার বুদ্ধিমত্তার জোরে। জানা গিয়েছে, বাড়ির ভিতরে নিজের ১৫ মাসের ভাইঝির সঙ্গে সোফায় বসে খেলা করছিল ওই কিশোরী। বাড়ির অন্যান্য সদস্যরা ছিলেন অন্যান্য ঘরে। এদিকে দরজা খোলা পেয়ে বাড়িতে ততক্ষণে ঢুকে এসেছিল বাঁদরের দল। প্রথমে তারা আক্রমণ করেছিল রান্নাঘরে। তারপর খাবারের খোঁজে সমস্ত জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে একদম তাণ্ডব জুড়ে দিয়েছিল ওই বাঁদরের দল। রান্নাঘর থেকে কিছু বাঁদর আবার এগোতে শুরু করেছিল নিকিতা এবং তার ছোট্ট ভাইঝির দিকে। এমন পরিস্থিতিতে যে কেউ ভয় পেয়ে যাবে। তার অন্যথা হয়নি নিকিতার ক্ষেত্রেও। তবে কিশোরী ভয় পেলেও উপস্থিত বুদ্ধির জোরে সেই তাড়িয়েছে বাঁদরের দলকে। সামনে বাঁদরদের দেখে নিকিতার নজর পড়েছিল ঘরের ভিতর ফ্রিজের উপরে রাখা অ্যালেক্সা-র দিকে। সঙ্গে সঙ্গেই অ্যালেক্সাকে আদেশ দিয়ে নিকিতা কুকুরের ডাক ডাকতে বলেছিল। আর তাতেই হয়েছে বাজিমাত। আচমকা কুকুরের ডাক শুনে রণে ভঙ্গ দিয়ে পালিয়েছিল বাঁদরের দল। 

দেখে নেওয়া যাক এক্স মাধ্যমে নিকিতার জন্য কী লিখেছেন আনন্দ মহিন্দ্রা 

সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনা প্রকাশ্যে আসার পর সকলেই নিকিতার উপস্থিত বুদ্ধির তারিফ করেছেন। অ্যামাজনের ভয়েস অ্যাসিসট্যান্ট সাপোর্ট অ্যালেক্সার সঙ্গে আজকাল প্রায় সকলেরই পরিচয় রয়েছে। কিন্তু ওই স্মার্ট ডিভাইসের প্রযুক্তি যে এভাবেও ব্যবহার করা যায়, এমনটা বোধহয় কেউই ভাবেননি। নিকিতার কথায়, তাঁদের বাড়িতে কিছু অতিথি এসেছিলেন যাঁরা চলে যাওয়ার সময় গেট বন্ধ করতে ভুলে গিয়েছিলেন। তার ফলেই বাড়ির ভিতর ঢুকে এসেছিল বাঁদরের দল। প্রথম রান্নাঘরে গিয়ে সমস্ত জিনিস ফেলে, ছড়িয়ে নষ্ট করলেও পরে নিকিতার ভাইঝির দিকে এগোচ্ছিল ওই বাঁদরের দল। ভয় পেয়ে গিয়েছিল ওই ছোট্ট শিশু। আর তাই দেখেই সাহস সঞ্চয় করে উপস্থিত বুদ্ধির জেরে অ্যালেক্সাকে নিকিতা আদেশ করেছিল কুকুর ডাক শোনানোর। যেমন বলা তেমন কাজ। ক্ষণিকের মধ্যে অ্যালেক্সার মাধ্যমে ঘরের ভিতর শোনা যায় কুকুরের ডাক। এবার ভয় পেলে পালিয়ে যায় বাঁদরের দল। ১৩ বছরের কিশোরীর এমন কাজ দেখে মুগ্ধ হয়েছেন আনন্দ মহিন্দ্রা। নিকিতার প্রশংসা করে এক্স মাধ্যমে পোস্ট শেয়ার করেছেন শিল্পপতি। আর কিশোরী প্রাপ্তবয়স্ক হলে মানে বড় হলে তিনি যেন মহিন্দ্রা গ্রুপে চাকরি করতে পারেন সেই কথাও দিয়েছেন তিনি। 

আরও পড়ুন- প্রথম বিশ্বের ধনকুবেরদের তালিকায় স্থান, ৫০ হাজার কর্মী তাঁর সংস্থায়- কে এই রেণুকা জগতিয়ানি ? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

Continues below advertisement
Sponsored Links by Taboola