Renuka Jagtiani: ফোর্বসের তরফ থেকে সম্প্রতি প্রকাশিত হয়েছে বিশ্বের সেরা ধবকুবেরদের তালিকা। বিশ্বজুড়ে ২৭৮১ ধনকুবেরদের পাশে জায়গা করে নিয়েছেন ২০০ জন ভারতীয়ও। আর তার মধ্যে আবার ২৫ জন ভারতীয় এই প্রথমবার স্থান পেলেন বিশ্বের ধনকুবেরদের তালিকায় (Forbes Billionaires List 2024)। এই নতুন ভারতীয় ধনকুবেরদের একেবারে শীর্ষে আছেন রেণুকা জগতিয়ানি, ল্যান্ডমার্ক গ্রুপের সিইও এবং চেয়ারপার্সন তিনি। ৪.৮ বিলিয়ন ডলার সম্পদের মালিক রেণুকা (Renuka Jagtiani)।


১৯৭৩ সালে রেণুকার স্বামী মিকি জগতিয়ানি তৈরি করেন ল্যান্ডমার্ক গ্রুপ। তারপর ২০২৩ সালে স্বামীর মৃত্যুর পর ব্যবসার হাল ধরেন রেণুকা (Forbes Billionaires List 2024)। দুবাইতে গড়ে উঠেছে এই সংস্থা। আজ ৭০ বছর বয়সে তিনি সংস্থার সিইও এবং চেয়ারপার্সন। মাল্টিন্যাশনাল কনগ্লোমারেট সংস্থাটির দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন রেণুকা। এখন সংস্থায় কাজ করেন ৫০ হাজারেরও বেশি কর্মী।


মুম্বই বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি অর্জন করেছিলেন রেণুকা। তবে ব্যবসার মাধ্যমেই মুখ্যত তাঁর দক্ষতা প্রকাশ্যে আসে এবং বিশ্বের দরবারে পরিচিত হয়ে ওঠেন তিনি। ২০০৭ সালে তিনি আউটস্ট্যান্ডিং এশিয়ান বিজনেস ওম্যানের শিরোপা লাভ করেন। ২০১২ সালেও তিনি বিজনেসওম্যান অফ দ্য ইয়ারের উপাধি পান।


১৯৯৩ সাল থেকেই ল্যান্ডমার্ক গ্রুপের কর্পোরেট স্ট্রাটেজি এবং মধ্য প্রাচ্যের দেশে এর বিস্তার ঘটানোর কাজে মুখ্য ভূমিকা নিয়েছে রেণুকা জগতিয়ানি (Forbes Billionaires List 2024)। শুধু তাই নয়, ভারতীয় উপমহাদেশ, আফ্রিকা এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে সংস্থার ব্যবসার বিস্তারলাভ ঘটিয়েছেন তিনি।


তিন সন্তানের মা রেণুকার এখন মোট সম্পদের পরিমাণ ৪.৮ বিলিয়ন ডলার। ফোর্বসের তালিকায় নতুন ধনকুবের হিসেবে উঠে এসেছে তাঁর নাম। তাঁর তিন সন্তান রাহুল, আরতি ও নিশা ল্যান্ডমার্ক গ্রুপের ব্যবসায় গ্রুপ ডিরেক্টরের পদে আসীন।


রেণু জগতিয়ানির (Forbes Billionaires List 2024) নাম এই প্রথম উঠে আসলেও ভারতের অন্যতম মহিলা ধনকুবের হিসেবে এই তালিকায় এবারেও স্থান পেয়েছেন সাবিত্রী জিন্দাল যার মোট সম্পদের পরিমাণ ৩৫.৫ বিলিয়ন ডলার। ভারতের ব্যবসায়িক ক্ষেত্রে মহিলাদের ব্যাপকভাবে উত্থানের দিশা দেখিয়েছেন সাবিত্রী জিন্দাল। আর ফোর্বসের সেই তালিকায় রয়েছে আরও বেশ কিছু নাম। সেই তালিকায় রয়েছে রেখা ঝুনঝুনওয়ালার নাম, তাঁর সম্পদের পরিমাণ ৮.৫ বিলিয়ন ডলার। আছেন বিনোদ রাই গুপ্তা (মোট সম্পদ ৫ বিলিয়ন ডলার), স্মিতা কৃষ্ণা গোদরেজ (মোট সম্পদ ৩.৮ বিলিয়ন ডলার) প্রমুখদের নাম।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: RBI Action: এই ব্যাঙ্কের উপর জরিমানা ধার্য করল আরবিআই, রেজিস্ট্রেশন বাতিল ৪ সংস্থার- কারণ জানেন ?