কলকাতা: প্রজাতন্ত্র দিবস ২০২৪ সালে শুক্রবার পড়েছে। আবার তার পর দুই দিন শনিবার, রবিবার ছুটি। অর্থাৎ টানা তিনদিন এমনিই ছুটি। তাই কোথাও ঘুরতে যাওয়ার থাকলে আদর্শ সময় জানুয়ারি মাসের এই তিনটে দিন। বছরের প্রথম লম্বা ছুটি প্রজাতন্ত্র দিবসের এই ছুটি। তবে এই তিনদিনে দেশের কোন স্থানে সবচেয়ে বেশি ঘুরতে যাচ্ছেন ভারতীয়রা ? সম্প্রতি তারই হদিশ দিল একটি ভ্রমণ সংস্থা। সংবাদমাধ্যম আইএএনএসকে এই নিয়ে বিশদে সাক্ষাৎকার দেয় ওই সংস্থা কর্তা। 


ভারতীয়দের কাছে গোয়াই প্রথম !


সাক্ষাৎকারে ওই সংস্থার তথ্য অনুযায়ী, গোয়াই এই বছরের সেরার সেরা। গত বছরেও ভারতীয়দের প্রিয় ঘোরার জায়গা হিসেবে গোয়া র‌্যাঙ্কে প্রথম ছিল। চলতি বছরেও ওই সংস্থার র‌্যাঙ্কিংয়ে গোয়াই প্রথম স্থান দখল করে নিল। ভারতের সেরা পাঁচ স্থানের তালিকা প্রকাশ করেছে ওই সংস্থা। তাতে প্রথমে গোয়া থাকলেও তার পরের চার স্থানে রয়েছে পুদুচেরি, জয়পুর, উটি ও মহাবালেশ্বর।


বিচের মোহেই কি গোয়া ?


বিচের সৌন্দর্য ভারতীয়দের বরাবরের পছন্দ। একাধিক ঘটনায় তার প্রমাণ রয়েছে। মলদ্বীপ নিয়ে বিতর্কের মাঝেও লাক্ষাদ্বীপ নিয়ে আগ্রহ বাড়ছিল ভারতীয় পর্যটকদের। উল্লেখ্য, লাক্ষাদ্বীপ, মলদ্বীপ বিচের সৌন্দর্যের জন্য প্রাথমিকভাবে জনপ্রিয়। গোয়াতেও পর্যটকরা সেই সৌন্দর্যের খোঁজেই যান বলে সংস্থার মত। তবে বিচ ছাড়াও, সেখানকার সংস্কৃতি, রাতের সৈকতে গানবাজনার আয়োজন, জম্পেশ খাওয়াদাওয়াও নজর কাড়বে পর্যটকদের। সেই কারণেই পর পর দুই বছর গোয়া শীর্ষে রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


অন্যস্থানও কিছু কম নয় !


বাকি চারের মধ্যে রয়েছে পুদুচেরি,  জয়পুর, উটি ও মহাবালেশ্বর। এই চার স্থানে চাররকমের পরিবেশ। একেকটির সৌন্দর্য একেকরকম। 



  • যেমন পুদুচেরির কথাই ধরা যাক। ভারতের এই অঞ্চল কেন্দ্রশাসিত। তবে বিচের সৌন্দর্যের পাশাপাশি পুদুচেরির বড় আকর্ষণ ফরাসি সংস্কৃতি। দীর্ঘদিন ধরে পুদুচেরির এই সৌন্দর্য রক্ষিত হচ্ছে। এই পর্যটন যেন ভারতের মধ্যে মিনি ফ্রান্স।

  • আবার জয়পুর বিখ্যাত তার প্রাচীন ইতিহাসের জন্য। রাজপুতানার প্রাচীন স্থাপত্য, ভাস্কর্য আজও টানে পর্যটকদের। ভারতের পিঙ্ক সিটি তাই পর্যটকদের অন্যতম গন্তব্য প্রতি বছরই।

  • উটি দক্ষিণ ভারতের অন্যতম বিখ্যাত হিল স্টেশন। কফির সুগন্ধের পাশাপাশি প্রকৃতির সৌন্দর্য উটির অন্যতম আকর্ষণ। দক্ষিণ ভারত ঘুরতে যাওয়ার পরিকল্পনা হলেই এই অঞ্চল সে তালিকায় থাকবেই।

  • মহাবালেশ্বরের পাহাড়ি সৌন্দর্যও একই কারণে পর্যটক আকর্ষণ করে। এখানে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি রয়েছে স্ট্রবেরির বিশাল এলাকাজোড়া মোহ।


সমুদ্র ও পাহাড়, এই দুই স্থানই ডেস্টিনেশন হিসেবে ভারতীয়দের তালিকায় প্রথম স্থান দখল করে থাকে। সংস্থার কথায়, ২০২৪ সালের গোড়াতেও তাঁর ব্যতিক্রম হল না।


তথ্যসূত্র - আইএএনএস


আরও পড়ুন: Sadhvi Bhagawati Saraswati: টাইমস স্কোয়ারে রামমন্দিরকে রাষ্ট্রীয় মন্দির অ্যাখ্যা বিদেশিনী সাধ্বীর! আর কী বললেন তিনি