নয়া দিল্লি: এ যেন সিনেমার দৃশ্য। বড়পর্দায় যে দৃশ্য দেখে অভ্যস্ত আমরা, সেই দৃশ্য দেখা গেল বাস্তবে। তিরুভাল্লুর-তিরুপতি ন্যাশনাল হাইওয়েতে এক নাটকীয় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। 

সেখানে দেখা যায়, এক পুলিশ অফিসারকে এক কিলোমিটারেরও বেশি সময় ধরে গাড়ির জানলা ধরে ঝুলে ধাওয়া করতে দেখা যায়। জানা গিয়েছে যাকে ধরতে গিয়েছিলেন সে খুনে অভিযুক্ত আসামী। তাকে হাতেনাতে ধরতেই এই কাজ করেছিলেন ওই পুলিশ অফিসার। পুলিশ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই গাড়িটিও আরও দ্রুত গতিতে এগিয়ে যেতে থাকে। 

সেই সময় রাস্তার একটি টার্নে অফিসার হেলমেট পরা অবস্থায় চলন্ত গাড়ির পাশে চেপে ধরেন, অবশেষে রাস্তায় ছিটকে পড়েন। অলৌকিকভাবে, অফিসার পড়ে যাওয়ার পর বেঁচে যান এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত, নিহত এডিএমকে থোত্তম শেখরের ছেলে আজাগুরাজা পালিয়ে যেতে সক্ষম হন।

স্থানীয় সূত্রে খবর, জাম বাজারের সাব-ইন্সপেক্টর আনন্দ কুমার গাড়িটি থামানোর চেষ্টা করেন। লাফিয়ে গাড়িটি থামাতে যান। প্রায় এক কিলোমিটার ধরে দ্রুতগামী গাড়িটির সঙ্গেই প্রায় লেগে থাকেন তিনি। অবশেষে গাড়ির আরোহীরা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। তিনি তখন হেলমেট পরা ছিলেন, গুরুতর আঘাত এড়াতে পারেননি। তবে তাকে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পর জনসাধারণের ক্ষোভ ফেটে পড়েছে অভিযুক্তের বিরুদ্ধে। ব্যবস্থা নেওয়ার দাবিতে তীব্র তল্লাশি শুরু করেছে কর্তৃপক্ষ। পলাতক ব্যক্তিকে ধরার জন্য কর্তৃপক্ষ তীব্র তল্লাশি শুরু করেছে।