নয়া দিল্লি: পাহাড়ে গিয়ে রাস্তাঘাট করছিলেন কিছু পর্যটকরা। তাঁদের 'উপদেশ' দিতে গিয়ে হেনস্থার মুখে পড়লেন দুই বোন। ছবির মতো সুন্দর জায়গায় কেউ নোংরা করছে দেখে প্রতিবাদ করতেই চরম কটাক্ষের মুখে পড়লেন 'ভাল করতে যাওয়া' দুই বোনকে নানা কথা শুনতে হয়। 


সেই ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন। গোটা ঘটনাটি লিখেছেনও সেখানে। মুহূর্তে ভাইরাল হয়েছে ওই ভিডিও। ইনস্টাগ্রামে ওই ভিডিও শেয়ার করেছেন শিঞ্জিনি সেনগুপ্ত। তিনি বলেছেন, ওই ঘটনা দেখে তাঁর বোন খুব নম্রভাবেই প্রতিবাদ করতে গিয়েছিলেন। বদলে তাঁকে আরও পাল্টা চারটে কথা শুনে আসতে হয়। 


ঠিক কী ঘটেছে? 


নৈনিতালের লাভার'স পয়েন্টে পর্যটকদের ভিড় লেগেই থাকে। নৈনিতালকে এই জায়গা থেকে দেখতে অত্যন্ত সুন্দর লাগে। একদম 'বার্ড আই ভিউ'-এর মতো। সেই সৌন্দর্য্য উপভোগ করতে ভিড় জমান টুরিস্টরা। সেখানে গাড়ি নিয়ে একটি পরিবার আসে। যাঁদের গাড়ির নম্বর প্লেটটি ছিল উত্তরপ্রদেশের। সেখানে ওই পরিবার জন্মদিন উদযাপন করে। সব ঠিকই ছিল। অভিযোগ, এরপর ওই পরিবার নোংরা টিস্যু পেপার পাহাড়ের ঢালে ফেলতে থাকে। রাস্তায় বোতল-প্লেট ফেলে দিতে শুরু করে। যা দেখে প্রতিবাদ করতে এগিয়ে যান দুই বোন। 


আরও পড়ুন, গুগলে সবচেয়ে বেশি কী সার্চ করেছেন পাক নাগরিকরা? রিপোর্ট দেখলে চমকাবেন!


প্রতিবাদকারীদের বক্তব্য ওখানে মাত্র পাঁচ ফিট গেলেই ডাস্টবিন রয়েছে। সেখানে না ফেলে রাস্তায় এসব ফেলে নোংরা করছিলেন ওই পরিবারটি। এরপর দু কথা থেকে পাঁচ কথা সেখান থেকে ঝগড়ায় গিয়ে পৌঁছয় বার্তালাপ। তবে শিঞ্জিনির বক্তব্য, স্থানীয় এক দোকানদার তাঁদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। এভাবে কেন এত সুন্দর জায়গা নোংরা করছিল ওই পরিবার, তা জানতে চান তিনিও। 


এমনকী পুলিশের কাছে অভিযোগ করবেন এই ভয়ও দেখানো হয় পরিবারটিকে। স্থানীয় দোকানদারের কথায়, ওই পর্যটনস্থলে নোংরা করলে পুলিশকে ফাইন দিতে হয়।  






গোটা ঘটনাটি ইনস্টাগ্রামে পোস্ট করা হয়। দেশের নাগরিক হিসেবে স্বচ্ছ ভারত গড়ার ডাকও দেন। 



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে