Wedding Video: বিয়ের মরশুম চলছে এই সময়। আর এমনই একটি বিয়ের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে যা দেখে হাসি চাপতে পারছেন না নেটিজেনরা। নবদম্পতি সাতপাক ঘুরছিলেন আর তাদের পাশ থেকে বন্ধুরা জোরে জোরে ফুল ছুঁড়ে (Viral Video) মারছিলেন। আর এই কাজেই রেগে যান পুরোহিত। বরযাত্রী তথা বরের বন্ধুদের দিকে হাতে রাখা ফুলের থালাটাই ছুঁড়ে মারেন তিনি। এ কী করে বসলেন তিনি ? ভিডিয়োতে (Wedding Video) ধরা পড়তেই মুহূর্তের মধ্যে ভাইরাল এই ভিডিয়ো। মজা করেই ফুল ছুঁড়ছিলেন বন্ধুরা, কিন্তু সেই মজা যে এরকম রূপ নেবে ভাবতেও পারেননি তারা।


সাতপাক ঘোরার সময় অগ্নিশর্মা পুরোহিত


ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে কীভাবে একটি উৎসবমুখর বিবাহ অনুষ্ঠানের পরিবেশ হঠাৎ করেই বদলে যায়। পুরোহিতের নির্দেশ মেনে সাতপাক ঘুরছিলেন নবদম্পতি। আর সেই সময়েই হঠাৎ করেই রেগে যান পুরোহিত। আর এই পরিবেশ নষ্ট করার পিছনে অনেকটাই দায়ী বর-কনের বন্ধু-বান্ধবরা। সাতপাক ঘোরার সময় পাশ থেকে বর-কনের বন্ধু-বান্ধব, ভাইপো-ভাইঝিরা মজা করেই ফুল ছুঁড়ে মারছিলেন তাদের দিকে আর সেই ফুল পুরোহিতের গায়েও গিয়ে লাগছিল। আর তাই অগ্নিশর্মা হয়ে সেই পুরোহিত তাদের দিকে তেড়ে যান হাতে রাখা ফুলের থালা নিয়ে। বন্ধুদের দিকে সেই থানা ছুঁড়ে মারেন তিনি রাগে।



মজা করছিলেন বরের বন্ধুরা


ফুল ছোঁড়ার সময় তারা এমন ভাব করছিলেন যেন ফুল নয়, ছুঁড়ছেন বোমা। বর-কনের দিকে ফুল ছুঁড়তে গিয়ে পাশে দাঁড়িয়ে থাকা পুরোহিতের গায়েও সজোরে গিয়ে লাগছিল সেই ফুল। ফলে অসন্তুষ্ট হচ্ছিলেন তিনি। অনেকক্ষণ ধরে এই অবস্থা দেখছিলেন, সহ্যও করছিলেন। কিন্তু আর থাকতে না পেরে হাতের ফুলের থালাটাই ছুঁড়ে মারেন বন্ধুদের দিকে তাক করে।


নেটিজেনদের প্রতিক্রিয়া


এই ভিডিয়ো শেয়ার হওয়ার পর থেকে ১ মিলিয়নেরও বেশি শেয়ার হয়েছে এই ভিডিয়ো। বহু লোক এই ভিডিয়োটি পছন্দও করেছেন। আর সমাজমাধ্যমে নানা লোক নানা মন্তব্য করছেন এই ভিডিয়োকে ঘিরে। একজন লিখেছেন যে, বন্ধুরা যদি নিজেদের বুমরাহ না মনে করত, তাহলে সব কিছু ঠিকঠাকই থাকত। আরেকজন লেখেন, 'এভাবে মজা করার কী দরকার ছিল ?'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Viral Video: ট্রেনের চাকার নিচে ঝুলে ঝুলে ২৯০ কিমি পাড়ি, মত্ত যুবকের ভয়ঙ্কর কীর্তি ! ভাইরাল ভিডিয়ো