Hindu Sisters Donate Land To Eidgah: ইদগাহ সম্প্রসারণে সাহায্যের হাত বাড়ালেন দুই হিন্দু মেয়ে। প্রয়াত বাবার শেষ ইচ্ছা পূরণ করলেন দুই বোন। দেড় কোটি টাকারও বেশি মূল্যের চার বিঘা জমি তুলে দিলেন ইদগাহের জন্য। উত্তরাখণ্ডে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির গড়লেন দুই কন্যে।  


Offbeat News: কাশীপুরে আলোচ্য বিষয় এখন শুধুই দুই বোন 


খুব বেশিদিনের ঘটনা নয়। দিল্লি-সহ সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়েছে রাজস্থানে। দেশের বহু জায়গায় হনুমান জয়ন্তীকে কেন্দ্র করে উত্তেজনার খবর এসেছে। দেশের এই সাম্প্রদায়িক হানাহানির মধ্যেই সম্প্রীতির বিরল নজির গড়েছেন দুই বোন। যার জেরে উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলার ছোট্ট শহর কাশীপুরে এখন আলোচনার কেন্দ্রবিন্দু এই দু'জন। 


Offbeat News: কীভাবে সম্ভব হল এই কর্মকাণ্ড ?
আত্মীয়রা জানিয়েছেন, ২০ বছর আগে মৃত্যুর সময় এই জমি দানের কথা বলে গিয়েছিলেন ব্রজনন্দন প্রসাদ রাস্তোগী।নিকট আত্মীয়দের কাছে এই কথা বলে গিয়েছিলেন তিনি। সেখানে তাঁর চার বিঘা কৃষিজমি কাছের ইদগাহ সম্প্রসারণের জন্য দান করার ইচ্ছে প্রকাশ করেন ব্রজনন্দন। যদিও সন্তানদের কাছে তাঁর ইচ্ছেপ্রকাশের আগেই মারা যান তিনি। ২০০৩ সালের জানুয়ারিতে মৃত্যু ঘটে ব্রজনন্দনের। 


Hindu Sisters Donate Land To Eidgah: বোনেদের কথায় সায় দেয় ভাই
সম্প্রতি বাবার সেই ইচ্ছের কথা জানতে পারেন ব্রজনন্দনের দুই মেয়ে সরোজ ও অনিতা। পরিবারের সঙ্গে দিল্লি ও মিরাটে বসবাস করছিলেন তাঁরা। বাবার এই ইচ্ছের কথা জেনেই কাশীপুরে ভাই রাকেশের সঙ্গে যোগাযোগ করেন সরোজ ও অনিতা। পরে ভাই রাজি হতেই জমি দিতে রাজি হয়ে যান সকলে।


Offbeat News:  কী বলছে ইদগাহ কমিটি ?


ইদগাহের জন্য জমি দান প্রসঙ্গে যোগাযোগ করা হলে রাকেশ রাস্তোগি বলেন, '' বাবার শেষ ইচ্ছাকে সম্মান করা আমাদের কর্তব্য। আমার বোনেরা এমন কিছু করেছে, যা বাবার আত্মাকে শান্তি দেবে।'' এ বিষয়ে ইদগাহ কমিটির সভাপতি হাসিন খান বলেন, '' ওই দুই বোন সাম্প্রদায়িক ঐক্যের জীবন্ত উদাহরণ। ইদগাহ কমিটি ওদের উদারতার জন্য শীঘ্রই দুই বোনের কাছে  কৃতজ্ঞতা প্রকাশ করবে। "


আরও পড়ুন : Prashant Kishor: দল ঘোষণার জল্পনা, অবশেষে খোলসা করলেন প্রশান্ত কিশোর