হায়দরাবাদ: সম্প্রতি একটি বেসরকারি স্কুলের ভর্তির খরচের নথি সমাজমাধ্যমে তুমুল ভাইরাল হয়েছে। স্কুলের ফি স্ট্রাকচারের ছবি নিয়ে চর্চা শুরু হয়েছে বিস্তর। সেই ভাইরাল হয়ে যাওয়া নথিতে দেখা যাচ্ছে সেই স্কুলে নার্সারি বিভাগের (School Fee) বার্ষিক খরচ ২.৫ লক্ষ টাকা ! আর এই টাকার অঙ্ক শুনে চমকে উঠেছেন বহু অভিভাবক। এত বিপুল খরচ শুধু শিশুকে প্রাথমিক শিক্ষা (Hyderabad News) দেওয়ার জন্য ? প্রশ্ন উঠছে নানা মহলে।
‘ধর্মা পার্টি অফ ইন্ডিয়া’র প্রতিষ্ঠাতা অনুরাধা তিওয়ারি সম্প্রতি নিজের এক্স হ্যান্ডলে একটি স্ক্রিনশট পোস্ট করেন, আর এর পর থেকেই চর্চা শুরু হয় সমাজমাধ্যমে। এই পোস্টে সেই অ্যাডমিশন ফি-র নথি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘ক্লাস নার্সারির ভর্তির জন্য লাগবে ২ লক্ষ ৫১ হাজার টাকা ! এখন এবিসিডি শেখানোর জন্য আপনার সন্তানের পিছনে মাসে ২১ হাজার টাকা করে খরচ হবে। এই স্কুলগুলি এত হাস্যকরভাবে এত এত টাকা নিয়ে কী শিক্ষা দিচ্ছে ?’ যদিও এই নথিতে স্কুলের নাম উল্লেখ করা হয়নি। তবে এটি দেখা যাচ্ছে যে স্কুলটি হায়দরাবাদের একটি বেসরকারি স্কুল।
সমাজমাধ্যমে বিপুল প্রতিক্রিয়া
এই পোস্ট শেয়ার হওয়ার পর থেকে তুমুল চর্চা শুরু হয়েছে সমাজমাধ্যমে। কিছু নেটিজেন এত বেশি খরচ দেখে বিস্ময় প্রকাশ করেছেন। এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘এই পুরো প্রক্রিয়াটি এক ধরনের প্রতারণায় পরিণত হয়েছে। কিছু কিছু বিষয় কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা দরকার।’ আরেকজন লেখেন, ‘সরকারের কিছু একটা করা উচিত। এই একচেটিয়া ফি নেওয়া বন্ধ করা দরকার।’ অন্য এক নেটিজেন এই বিষয়ে সম্মতি জানিয়ে লেখেন, ‘আমরা সবাই চাই প্রতিটি শিশুর জন্য মানসম্মত শিক্ষা বিনামূল্যে হোক, কেউ এর বিরোধিতা করবে না ? সরকার ভোটব্যাঙ্কের জন্য অফুরান টাকা এমনিই নষ্ট করছে, প্রকৃত সংস্কারের কাজে না লাগিয়ে। এদিকে নার্সারি স্কুলের ফি বছরে ২.৫ লক্ষের উপরে চলে যায়।’
তবে বিপরীত মতও রয়েছে। একজন স্পষ্ট লিখেছেন যে যদি কেউ এই ফি বহন করতে না পারেন তাহলে বাচ্চাকে ভর্তি না করানোই ভাল। ধীরুভাই আম্বানি কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ফি ১৪ লক্ষ টাকা প্রায়। একজন লিখেছেন, ‘এটা আসলে শিক্ষার মান সম্পর্কে নয়, বরং আরও বেশি করে মর্যাদা প্রদর্শনের বিষয়। অনেক বাবা-মা এই ফি দিতে ইচ্ছুক, কেবলমাত্র এটা বলার জন্য যে তাদের সন্তান এই নামী স্কুলে পড়ে।’
Education Loan Information:
Calculate Education Loan EMI