কলকাতা: তাঁর কথা আগেও শুনেছেন এদেশের মানুষ। তবে বুধবারের পর থেকে আরও একবার তাঁকে, অর্থাৎ আইএএস অফিসার সোনাল গোয়েলকে নিয়ে হইচই সোশ্যাল মিডিয়ায়। কেন? এবার নিজের UPSC 'মেনস' পরীক্ষার মার্কশিট সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি। সেই ছবি দেখে উত্তেজনার পারদ আরও একধাপ চড়েছে তাঁকে নিয়ে।
কী পোস্ট?
২০০৭-র UPSC 'মেনস' পরীক্ষার মার্কশিট জ্বলজ্বল করছে ২১ ফেব্রুয়ারির ওই পোস্টে। সিভিল সার্ভিসের মতো পরীক্ষার বেড়া পার করে স্বপ্ন সত্যি হওয়ার প্রত্যেকটা ধাপ যেন ধরা পড়েছে সোনালের ওই পোস্টে। তবে লক্ষণীয় বিষয় হল, ২০০৭ সালে 'মেনস'-পরীক্ষার মার্কশিটে 'কোয়ালিফায়েড ইন রিটেন' লেখা থাকলেও ইন্টারভিউয়ের ডাক পাননি সোনাল।
প্রথম বারের ওই চেষ্টায় 'জেনারেল স্টাডিজ পেপার'-এ নম্বর কম ছিল। তাই ইন্টারভিউয়ের ডাক আসেনি। কিন্তু থেমে থাকেননি তিনি। পরের বার আরও ভাল প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসেন। ২০০৮ সালেই মেলে সাফল্য। স্মৃতিমেদুর সেই অভিজ্ঞতা স্মরণ করতে গিয়েই পুরনো মার্কশিট সোশ্য়াল মিডিয়া হ্যান্ডেল 'এক্স'-এ পোস্ট করেছেন সোনাল। সঙ্গে লিখেছেন, 'ব্যর্থতা মানে আসলে শেখার, নতুন করে প্রস্তুতি নেওয়ার এবং আখেরে সাফল্যের সুযোগ।' পড়ুয়াদের প্রত্যেককে তাঁর পরামর্শ, যে যেমন স্বপ্ন-ই দেখুন, হাল ছাড়লে চলবে না। পোস্টে বিপুল 'ভিউজ' এসেছে এর মধ্যেই। বহু সোশ্যাল মিডিয়া ইউজার সোনাল গোয়েলের প্রশংসায় পঞ্চমুখ। এখন যাঁরা সিভিল সার্ভিসের প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের উদ্বুদ্ধ করার জন্য এই আইএএস অফিসারকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনদের একাংশ।
সোনাল গোয়েল সম্পর্কে...
তাঁর আইএএস পরীক্ষায় সাফল্যের কাহিনি আগেও অনুপ্রেরণা জুগিয়েছে অনেককে। আদতে হরিয়ানার মেয়ে সোনালের জন্ম ও বেড়ে ওঠা দিল্লিতে। ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছেন রবীন্দ্র পাবলিক স্কুল, প্রীতমপুরায়। ছোটবেলায় খুব যে পড়াশোনায় ভাল ছিলেন তা নয়। সেখান থেকে আজকের সাফল্যের গল্প অনেকটাই অবিশ্বাস্য। আর পাঁচটা বাচ্চার মতই ছিলেন। পরে DAV পাবলিক স্কুলে ভর্তি হন। ক্লাস সিক্সে পড়ার সময় সবকিছু ঠিক ছিল না। পরীক্ষায় খুবই খারাপ করেন। সংসার চালাতে, তিন ভাইবোনের পড়াশোনা সামলাতে বাবার লড়াই নাড়িয়ে দিয়ে যায় সোনলকে। মনে জোর আনেন। বাকিটা ঘুরে দাঁড়ানোর লড়াই, পরিশ্রম ও সাফল্যের কথা।
আরও পড়ুন:নবম-দ্বাদশে বই খুলে পরীক্ষার প্রস্তাব?
Education Loan Information:
Calculate Education Loan EMI