দিল্লি: মর্মান্তিক ঘটনা। এক মাস পরেই বিয়ে ঠিক হয়েছে। সব তোড়জোড় চলছে জোরকদমে। বিয়ের কার্ড দিতে বেরিয়েই আর ফেরা হল না। আনন্দ উৎসবের আগেই শোকে ছায়া ঘনাল পরিবারে। গাড়িতে আগুন লেগে ঝলসে (Delhi Man Death) মৃত্যু হল যুবকের। শনিবার রাত্রে দিল্লির (Death News) গাজিপুরের বাবা ব্যাঙ্কোয়েট হলের কাছেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। নিজের গাড়িতে বদ্ধ হয়েই আগুনে ঝলসেই মারা গেলেন যুবক। পুলিশসূত্রে জানা গিয়েছে, সেই ব্যক্তির ওয়াগন আর গাড়িটি সম্পূর্ণরূপে দগ্ধ হয়ে গিয়েছিল।
তদন্ত করে জানা গিয়েছে সেই ব্যক্তির নাম অনিল যিনি গ্রেটার নয়ডার নওয়াদার বাসিন্দা ছিলেন। আগামী ১৪ ফেব্রুয়ারি তার বিয়ে ঠিক হয়েছিল আর তার আগে বিয়ের কার্ড দিতে বেরিয়েছিলেন তিনি। এই সময়েই রাস্তার মধ্যে গাড়িতে হঠাৎ করে আগুন ধরে যায়। মৃতের দাদা সুমিত জানিয়েছেন, 'দুপুরবেলা নিজের বিয়ের নিমন্ত্রণের কার্ড বিতরণ করতে বেরিয়েছিলেন তিনি। সন্ধে গড়িয়ে যাওয়ার পরেও তিনি ফিরলেন না দেখে, আমরা তাকে ফোন করতে থাকি। কিন্তু ফোন তখন সুইচড অফ। রাত ১১টা সাড়ে ১১টা নাগাদ পুলিশ আমাদের ফোন করে জানায় যে এমন একটি দুর্ঘটনা ঘটেছে এবং অনিলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে'।
অনিলের শ্যালক যোগেশ জানিয়েছেন যে তারা দুজনে একইসঙ্গে কাজ করতেন। তিনি জানান, 'অনিল আমার বোনকে বিয়ে করবে ঠিক করেছিল, ১৪ ফেব্রুয়ারি বিয়ের দিন ঠিকও হয়ে গিয়েছিল। আর তার আগেই গতকাল রাতে আমরা তার মৃত্যুর খবর জানতে পারি। আমরা এখনও জানি না ঠিক কীভাবে সেই গাড়িতে আগুন ধরে গিয়েছিল'। আগুন ধরার কারণ এখনও জানা যায়নি। ইতিমধ্যে মৃতের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে, আধিকারিকরা জানিয়েছেন যে এখনও তদন্ত চলছে এই বিষয়ে।
শুক্রবার একইভাবে গাজিপুরে দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে একটি গাড়িতে আগুন ধরে যায়। সমাজমাধ্যমে এই দুর্ঘটনার দৃশ্য কিছু ভিডিয়ো ক্লিপিং ছড়িয়ে পড়ে আর তাতে দেখা যায় গাড়ির জানালা দিয়ে দাউদাউ করে আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসছে। ভয়ঙ্কর সেই দৃশ্য দেখে অনেকেই সন্ত্রস্ত হয়ে পড়েছেন। এর মাঝেই একইরকম আরেকটি দুর্ঘটনা ঘটে গেল দিল্লিতে। এই মাসের শুরুর দিকে হায়দরাবাদে গাড়িতে আগুন ধরে দুই ব্যক্তির মৃত্যু হয়েছিল। বাচারাম থেকে ঘাটকেশা যাওয়ার পথেই গাড়িতে ঝলসে মারা গিয়েছিলেন দুই ব্যক্তি। এই দুজনের মধ্যে একজনকে পুরুষ হিসেবে শনাক্ত করা সম্ভব হয়েছিল আর অন্যজনের শরীর এত বীভৎসভাবে পুড়ে গিয়েছিল যে তাকে চেনাই যায়নি।
আরও পড়ুন: IIT Baba: পড়ুয়াদের আত্মহত্যার হার বাড়ছে দেশে, কীভাবে মুক্তি ? দিশা দেখালেন আইআইটি বাবা