নয়া দিল্লি: এক রোগিণী আচমকাই অনুভব করেন চোখে প্রবল যন্ত্রণা। চোখ ছাড়িয়ে সারা শরীরে এক অসহনীয় ব্যথা শুরু হয়ে গিয়েছে ততক্ষণে। এরপর হাসপাতালে যাওয়ার পরই জানা যায় এই গুরুতর রোগের কারণ।                             

  


ওই মহিলার চোখে অস্ত্রোপচার করে ৬০টির বেশি জীবিত কৃমি বের করেছেন চিকিৎসকরা। ঘটনাটি ঘটেছে চিনে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিররের একটি রিপোর্টে বলা হয়, অস্ত্রোপচার হওয়া ওই নারীর পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ওই মহিলার চোখে চুলকানি হয়। পরে যন্ত্রণা আরও বেড়ে গেলে চোখ ঘষার পর তিনি দেখতে পারেন যে, একটি কৃমি বের হয়েছে। এরপরই দেরি করেননি তিনি। চিনের কুনমিং শহরের হাসপাতালে ভর্তি হন তিনি।  


চিকিৎসকরা প্রথমে বুঝতে পারেনি ঠিক কী হয়েছে। পরে ওই মহিলার চোখে পরীক্ষা চালিয়ে হতবাক হয়ে যান চিকিৎসকরাও। তাঁরা দেখতে পান যে, ওই মহিলার চোখের মণি ও পাতার মধ্যে জীবিত কৃমি রয়েছে। পরে অস্ত্রোপচার চালিয়ে ওই মহিলার ডান চোখ থেকে ৪০টির বেশি ও বাঁ চোখ থেকে ১০টির বেশি কৃমি বের করা হয়।  চিকিৎসকরা জানান, ওই মহিলার চোখ থেকে ৬০টির বেশি জীবিত কৃমি বের করা হয়েছে।                                                                                                             


আরও পড়ুন, ট্রেনের মধ্যেই আইবুড়োভাতের এলাহি আয়োজন, ঝড়ের গতিতে ভিডিও ভাইরাল


এই অস্ত্রোপচারের নেতৃত্ব দেওয়া চিকিৎসক গুয়ান বলেন, এমন ঘটনা বিরল। চিকিৎসকদের ধারণা, মহিলার ফিলারিওডিয়া ধরনের গোলকৃমি সংক্রামিত হয়েছিল। এটি সাধারণত মাছির মাধ্যমে ছড়ায়। তবে ওই মহিলার মত, কুকুর বা বিড়ালের থেকে তাঁর দেহে এ কৃমি প্রবেশ করেছে।  অস্ত্রোপচারের পর চিকিৎসকরা ওই মহিলাকে প্রতিনিয়ত পরীক্ষা-নিরীক্ষার মধ্যে থাকার পরামর্শ দিয়েছেন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে