শাংহাই: ফুটফুটে যমজ সন্তান প্রসব করেছিলেন। পেট সেলাই হওয়া তখনও বাকি। আর সেই মুহূর্তেই বদলে গেল সবকিছু। হঠাৎ পেটের মধ্যে নড়াচড়া টের পেলেন প্রসূতি। নার্স থেকে চিকিৎসক, কেউ কিছু বুঝে উঠতে পারছিলেন না। কিন্তু তার পর যা ঘটল, তার জন্য প্রস্তুত ছিলেন না কেউ। (Viral News)
চিনের শাংহাইয়ের একটি হাসপাতালে এই ঘটনা ঘটেছে। বিষয়টি সামনে এনেছে চিনা ভাষায় প্রকাশিত মালয়েশিয়ার Sin Chew Daily সংবাদপত্র। জানা গিয়েছে, শাংহাইয়ের হাসপাতালে সম্প্রতি ভর্তি হন অন্তঃসত্ত্বা মহিলা। আগে থেকেই সব ঠিক ছিল, সেই মতো এক মেয়ে, এক ছেলে, যমজ সন্তান প্রসব করেন তিনি। (China News)
অস্ত্রোপচারের মাধ্যমে যমজ সন্তান প্রসব করেন ওই মহিলা। সবকিছু ভাল ভাবেই মিটে যায়। তখনও অপারেশন টেবিলে শুয়ে তিনি। সূচ-সুতো নিয়ে পেট সেলাই করতে এগিয়ে আসছিলেন চিকিৎসক। সেই সময় হঠাৎই চিৎকার করে ওঠেন ওই প্রসূতি। পেটের মধ্যে কিছু নড়ছে বলে জানান তিনি। এতে সকলেই হতবাক হয়ে যান।
প্রসূতির মুখে এমন কথা শুনে থমকে যান চিকিৎসক। এগিয়ে আসেন অপারেশন থিয়েটারে মোতায়েন নার্সরা। প্রসূতিকে পরীক্ষা করে দেখে চমকে ওঠেন এক নার্স। সত্যিই মহিলার পেটে কিছু একটা নড়ছে বলে চিকিৎসককে জানান তিনি। যেটি নড়াচড়া করছে, সেটি ভ্রূণ হতে পারে বলে জানান ওই নার্স।
এতে সকলেই শশব্যস্ত হয়ে পড়েন। শুরু হয় পরীক্ষা। তাতে সত্যি সত্যিই মহিলার পেটে আরও একটি শিশু রয়েছে বলে ধরা পড়ে। এমন পরিস্থিতিতে কেউ কিছু বুঝে উঠতে পারছিলেন না। কিন্তু পরিস্থিতির গুরুত্ব বুঝে সবার আগে নিরাপদে শিশুটিকে বের করে আনার সিদ্ধান্ত গৃহীত হয়। এর পর নিরাপদেই ওই শিশুটি ভূমিষ্ঠ হয়।
বিষয়টি সামনে আসতেই প্রবল সমালোচনা শুরু হয়। মহিলার গর্ভে তিন সন্তান রয়েছে, তা চিকিৎসকরা টের পেলেন না কী করে, ওঠে প্রশ্ন। যদিও চিকিৎসকদের দাবি, আলট্রাসাউন্ড থেকে শুরু করে প্রয়োজনীয় সব পরীক্ষা নিরীক্ষাই করা হয়েছিল। হতে পারে মায়ের জরায়ুতে অন্য দুই শিশু তাকে আড়াল করে দেয়। প্রসবের মুহূর্তেও কেন বোঝা গেল না বিষয়টি, সেই প্রশ্নের উত্তর অধরা যদিও। তবে সব ভাল যার, শেষ ভাল তার। যমজ সন্তানের আশায় দিন গোনা পরিবারটি তিনটি ফুটফুটে শিশু বাড়ি নিয়ে গিয়েছে।