Odisha News: রাতে মুরগি রান্না করেননি বলে স্ত্রীকে সপাটে চড় মারেন স্বামী আর তাতে ঘটনাস্থলেই মারা যান সেই মহিলা। ভয় ধরানো এই ঘটনা ঘটেছে ওড়িশার ঢেনকানাল জেলার ধনিয়াখালি মুন্ডা সহি গ্রামে। রাতে মুরগি রান্না না হওয়ায় রাগে স্ত্রীর উপর চড়াও হন স্বামী, আর তাতেই প্রাণ হারান মহিলা। স্বাভাবিকভাবেই এই ঘটনার আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়।
মৃতার নাম জানা গিয়েছে কুনি পিঙ্গুয়া, তার বয়স ৩৫ বছর, তিন সন্তানের মা কুনির স্বামী ৪০ বছর বয়সী জেনা পিঙ্গুয়া পেশায় একজন দিনমজুর। এক রবিবারের দিনে বাজার থেকে মুরগি কিনে নিয়ে আসেন জেনা এবং বাড়িতে এসে কাজে বেরোবার আগে আগে স্ত্রী কুনিকে বলেন রাতের জন্য রান্না করে রাখতে। রাতে যখন জেনা বাড়িতে ফেরেন, দেখেন যে তার বলে যাওয়া কথামত রান্না হয়নি। আর তাতেই কাজের শেষে রাতের বেলায় অনিয়ম দেখে রাগ চড়ে যায় জেনার মাথায়। আর রাগের মাথায় দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে স্ত্রী কুনিকে সপাটে চড় মারেন জেনা। চড় খেয়ে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যান তার স্ত্রী, আর সেখানেই তার মৃত্যু ঘটে।
আর স্ত্রীকে চড় মারার পর রাগের মাথায় ঘর ছেড়ে বেরিয়ে যান জেনা এবং ভোর ৩টের সময় যখন তিনি ফেরেন বাড়িতে, দেখেন তার স্ত্রী সেভাবেই মাটিতে পড়ে আছেন, মৃত। ভয়ে ফের বাড়ি ছেড়ে পালান জেনা। পরের দিন ভোরে তাদের সন্তানেরা লক্ষ করে যে তাদের মা মাটিতে নিথর পড়ে আছেন। ভয় পেয়ে তারা চিৎকার করতে শুরু করে, কান্নাকাটি শুরু হয়। সাহায্য চাইতে থাকেন তারা। আর এই চিৎকার শুনে প্রতিবেশিরা ছুটে আসেন এবং এই করুণ পরিণতি দেখে হতভম্ব হয়ে যান। সঙ্গে সঙ্গে এই ঘটনার কথা পুলিশকে জানানো হয়।
ঘটনাস্থলে পুলিশ আসলে মৃতার দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়। গোন্ডিয়া থানার অফিসার শান্তনু প্রধান জানিয়েছেন অভিযুক্ত জেনা পিঙ্গুয়াকে কাছেই রাস্তার ধার থেকে গ্রেফতার করা হয় এবং পুলিশি হেফাজতে নেওয়া হয়। মৃতার ভাইয়ের অভিযোগের ভিত্তিতে জেনা পিঙ্গুয়ার বিরুদ্ধে একটি খুনের মামলা দায়ের হয়েছে। মৃত্যুর কারণ সঠিক জানার জন্য ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ। অভিযুক্তকে ইতিমধ্যেই আদালতে হাজির করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি কারাগারেই থাকবেন।