নয়া দিল্লি: ইন্ডিগোর বিমানের পর বিমান বাতিল। অন্যদিকে, ঘোলা জলে মাছ ধরতে অন্য উড়ান সংস্থাগুলির টিকিটের দাম আকাশ ছোঁয়া। জাঁতাকলে পড়ে দেশজুড়ে চরম দুর্ভোগে বিমানযাত্রীরা। কবে স্বাভাবিক হবে পরিস্থিতি তা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। এদিকে এই ঘটনার জেরে একটি বিয়ের অনুষ্ঠানে আজব ঘটনা! 

Continues below advertisement

ইন্ডিগো বিপর্যয়ের জেরে আটকে গেলেন এক নবদম্পতি। নিজেদের রিসেপশনেই নিজেরাই আসতে পারলেন না সদ্য বিবাহিত যুবক-যুবতী। রিসেপশন ভেন্যু থেকে ১,৪০০ কিলোমিটার দূরে আটকে পড়লেন তাঁরা। উপায় না দেখে 'ভার্চুয়াল রিসেপশন' করলেন তাঁরা। 

এমন ঘটনা অবশ্য কোভিডের সময় অনেকেই করেছে। কিন্তু এখন স্বাভাবিক জীবনে এমন ঘটনা বেনজিরই। হুব্বলির মেঘা ক্ষীরসাগর এবং ওড়িশার ভুবনেশ্বরের সঙ্গম দাসের জন্য ৩ ডিসেম্বর হুবলির গুজরাট ভবনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল রিসেপশন। ২৩ নভেম্বর ভুবনেশ্বরে বিবাহ বন্ধনে আবদ্ধ এই দম্পতি ২ ডিসেম্বর হুব্বলি পৌঁছনোর জন্য বেঙ্গালুরু হয়ে ইন্ডিগোর একটি কানেক্টেড বিমান বুক করেছিলেন। বেশ কয়েকজন আত্মীয়ও মুম্বাই থেকে ইন্ডিগোর বিমানে আসবে বলেছিলেন।                     

Continues below advertisement

কিন্তু ২ ডিসেম্বর থেকেই ইন্ডিগোর ফ্লাইট বাতিল হতে শুরু করে। অন্যদিকে, দাম বাড়তে শুরু করে অন্যান্য ফ্লাইটের টিকিটের। ৩ ডিসেম্বর ভোরের দিকে, দম্পতি জানতে পারেন যে তাদের ফ্লাইট হঠাৎ বাতিল করা হয়েছে , যার ফলে তাদের কাছে আর কোনও বিকল্প ভ্রমণের বিকল্প নেই। কনের মা বলেন, যখন তারা বুঝতে পেরেছিল যে দম্পতি আর আসতে পারবে না, তখন তাদের পরিবার "গভীরভাবে দুঃখিত" হয়েছিল।

এদিকে ভেন্যু ঠিক, অনেক আত্মীয়ও এসে পৌঁছেছেন। এই অবস্থায় অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেয় দুই পরিবার। সেখানেই একদম সেজেগুজে 'ভার্চুয়ালি' হাজির হয় নবদম্পতি।                                

এদিকে, ইন্ডিগোর বিপর্যয় নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করবে কেন্দ্র। কী কারণে বিপুল সংখ্যক উড়ান বাতিল, খতিয়ে দেখবে কমিটি। ইন্ডিগোর উড়ান বাতিলে দায় কার, নির্দিষ্ট করবে তদন্ত কমিটি। ভবিষ্যতে যাত্রী ভোগান্তি এড়াতে কী করণীয়, পরামর্শও দেবে কমিটি। ৩ দিনের মধ্যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে, আশ্বাস কেন্দ্রের।