নয়াদিল্লি: ফুচকা খেতে গিয়ে ফ্যাসাদে, সরে গেল চোয়াল ! আজ্ঞে হ্যাঁ, যা কেউ কখনও কোনওদিন স্বপ্নেও ভাবেনি, তেমন ঘটনাই ঘটেছে এবার উত্তরপ্রদেশের এক ৪২ বছর বয়সী মহিলার সঙ্গে।

Continues below advertisement

আরও খবর, আধার কার্ডটা হল কীভাবে? স্বরূপনগর সীমান্তে চাঞ্চল্যকর দাবি এক অনুপ্রবেশকারীর ! 'গ্রাম পঞ্চায়েতের লোকেরা এসেছিল বাড়িতে..'

Continues below advertisement

ফুচকা খেতে গিয়ে বিপত্তিতে পড়লেন উত্তরপ্রদেশের বাসিন্দা 

জানা গিয়েছে, শনিবার ফুচকা খেতে গিয়ে বিপত্তিতে পড়লেন গৌরি কিষাণপুর গ্রামের, ইনকালা দেবী। ঘটনাটা আচমকাই হল। ফুচকা খাওয়ার পর আর বন্ধ করতে পারলেন না মুখ ! এর পরেই অসহ্য যন্ত্রণা শুরু হয়ে যায় তাঁর। প্রথমে কাঁদতে শুরু করেন। সবাই ততক্ষণে এমন ঘটনায় অবাক। যদিও মুহূর্তেই সম্বিত ফেরে উপস্থিত সকলের। কোনওরকম ঝুঁকি না নিয়েই তাঁকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে।

প্রথমে তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে সমাধান হয়নি

এদিকেপ্রথমে তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে সমাধান হয়নি। সেখানের চিকিৎসকেরা চেষ্টা করলেও ওই মহিলার চোয়াল আগের অবস্থায় ফেরাতে সক্ষম হননি। ফলে তাঁকে রেফার করে দেওয়া হয়।  নির্দিষ্ট এই চিকিৎসার জন্য তাঁকে ছিছোলি মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। এরপর সার্জনরা তাঁর চোয়াল দীর্ঘক্ষণের প্রচেষ্টায় দক্ষতার সহিত স্বাভাবিক করে তোলেন। অবশেষে চিকিৎসকদের চেষ্টায় তিনি স্বাভাবিক অবস্থায় ফিরতে পেরেছেন উত্তরপ্রদেশের ওই মহিলা। 

এমন ঘটনা প্রায় বিরল বললেই চলে

এদিকে এই ঘটনা দেখে ফুচকা খাচ্ছিলেন যারা, বাকিরাও হকচকিয়ে গিয়েছেন। ফুচকা বিক্রেতা নিজেই বলেন, এমন ঘটনা তিনিও কখনও আগে ঘটতে দেখেননি। উল্লেখ্য, কাঁধ ডিসলোকেট হওয়ার ঘটনা অতীতে প্রকাশ্যে এলেও, চোয়াল সরে যাওয়ার ঘটনা সেভাবে সামনে আসে না। বলাই বাহুল্য সাধের ফুচকা খেতে গিয়ে এই বিড়ম্বনার মুখে পড়তে হবে জানলে, তিনি বোধহয় ভুল করেও ওই পথে এগোতেন না। যদিও বিষয়টা এমন নয়, ৮ থেকে ৮০, প্রায় প্রত্যেকেরই এই ফুচকা খাওয়ার বিষয়টি খুবই পছন্দের। তবে এমন ঘটনা প্রকাশ্যে এলে এবার ফুচকা খাওয়ার সময়, অনেকেই বাড়তি সতর্ক হয়ে যাবেন।