বাগলকোট: বিয়ের পিঁড়িতে বসেছিলেন ২৫ বছর বয়সী এক যুবক। সমস্ত সামাজিক রীতি-আচার চলছিল ঠিকমত। কনের গলায় পবিত্র মঙ্গলসূত্র পরিয়ে দেওয়ার পরেই হঠাৎ বুক চিনচিন। আশেপাশে উপস্থিত সকল আত্মীয়-পরিজন, বন্ধু-বান্ধবের সামনেই ঢলে পড়লেন যুবক। যে পবিত্র মঙ্গলসূত্রের বন্ধনে বিবাহ সম্পন্ন করেছিলেন, সেই বন্ধন (Karnataka News) ছিঁড়ে গেল মুহূর্তেই। আকস্মিক হার্ট অ্যাটাকে মৃত্যু ২৫ বছরের যুবকের। শনিবার কর্ণাটকের বাগলকোট জেলার জামখন্ডি শহরে ঘটেছে এই ঘটনা।

এই বিয়েতে উপস্থিত থাকা এক প্রত্যক্ষদর্শীর মতে, সেই বর অর্থাৎ যুবকের নাম প্রবীণ। তিনি কনেকে মঙ্গলসূত্র পরানোর কিছুক্ষণ পরেই প্রবল বুকে ব্যথা অনুভব করতে থাকেন এবং সকলকে তাই বলেন। আর তারপরেই মাটিতে ঢলে পড়েন। আরেক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন যে তাঁর বাবা-মা প্রবীণকে নিয়ে সঙ্গে সঙ্গে নিকটবর্তী বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। আর তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মৃত্যুর আসল কারণ জানতে। তরুণদের মধ্যে ক্রমবর্ধমান হার্ট অ্যাটাকের ঝুঁকির আরেক করুণ পরিণতি দেখা গেল কর্ণাটকের এই যুবকের ক্ষেত্রে।

এর আগে ফেব্রুয়ারি মাসে ২৩ বছর বয়সী এক তরুণী মধ্যপ্রদেশের এক সঙ্গীত অনুষ্ঠানে বিয়ের আগেই হার্ট অ্যাটাকে মারা যান। গত বছর ডিসেম্বর মাসে একটি ১৪ বছরের বালকের একইভাবে মৃত্যু হয়। উত্তরপ্রদেশের আলিগড়ে একটি স্কুলে ক্রীড়া প্রতিযোগিতার সময় মাঠে দৌড়াতে গিয়েই হার্ট অ্যাটাকে মৃত্যু হয় এই ১৪ বছরের বালকের।

তাছাড়াও এখনকার দিনে হার্ট অ্যাটাকে মৃত্যুর ঝুঁকি বেশ অনেকটা বেড়ে গিয়েছে। এই বছর এপ্রিল মাসেই উত্তরপ্রদেশের একটি ম্যারেজ হলে ৫০ বছর বয়সী এক জুতো ব্যবসায়ী ওয়াসিম শেরাওয়াত তাদের ২৫তম বিবাহবার্ষিকী উপলক্ষে স্ত্রীর সঙ্গে মঞ্চে নাচতে নাচতেই হৃদরোগে মৃত্যুর কোলে ঢলে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।  

একইরকমভাবে বিয়ের আসরে হার্ট অ্যাটাকে মৃত্যুর ঘটনা জানা গিয়েছিল এই বছরেই ফেব্রুয়ারি মাসে। মধ্যপ্রদেশের শেওপুর জেলায় এক ব্যক্তি বিয়ে করতে যাওয়ার পথে ঘোড়ার পিঠে বসে থাকাকালীনই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সমাজমাধ্যমে ভাইরাল হয়ে পড়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছিল যে এক বর ঘোড়ার পিঠে বসে রয়েছেন, আশেপাশে তার আত্মীয়স্বজনরা রয়েছেন। হঠাৎ করেই তিনি জ্ঞান হারিয়ে ঘোড়ার উপরে ঢলে পড়েন। আশেপাশের মানুষ ছুটে আসে তাঁকে ধরার জন্য। অনেকেই তার প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু কিছুতেই সুরাহা মেলে না। প্রাণ হারান সেই ব্যক্তি।