Viral Video: সোশাল মিডিয়ায় (Social Media) আজকাল এমন কিছু ভিডিও ভাইরাল (Viral Video) হয় যা দেখলে নিমেষেই মন ভাল হতে বাধ্য। ইতিমধ্যেই এই ধরনের প্রচুর ভিডিও প্রকাশ্যে এসেছে। এবার আরও একটি সেই রকমের ভিডিও ভাইরাল হয়েছে। এক অদ্ভুত মন ছুঁয়ে যাওয়া দৃশ্য ধরা পড়েছে ওই ভাইরাল ভিডিওতে। সেখানে দেখা গিয়েছে, একটি রাস্তা দিয়ে হাঁটছে তিনজন বাচ্চা। তাদের মধ্যে দু'জন একেবারেই খুদে। দলের মধ্যে একজন একটু বড়। রাস্তাঘাট দেখেই বোঝা যাচ্ছে যে ভারী বৃষ্টি হয়েছে ওই এলাকায়। রাস্তার উপর দিয়েই স্রোতের মতো বইছে জল। সেই জল পার করতে গিয়েই দুই ছোট ভাইবোনের দাদা দারুণ কাজ করেছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, পিঠে করে একে একে বাচ্চা দু'জনকে জলের উপর দিয়ে পার করে দিয়েছে তুলনায় বড় ছেলেটি। এই ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা। সকলেই বলছেন, একদম বড় ভাইয়ের মতো কাজ করেছে ওই বাচ্চা ছেলেটি।


দেখে নিন সেই ভাইরাল ভিডিও


 






আইপিএস অফিসার দীপাংশু কাবরা এই ভিডিও শেয়ার করেছেন ট্যুইটারে। সেখানে দেখা গিয়েছে, তিন ভাইবোন জলের কাছে পৌঁছনোর পর নীচে হয়ে বসেছে বড় বাচ্চাটি। তারপর পিঠে একে একে ভাইবোনকে তুলে নিয়ে দু'বারে ওই জলের এলাকা পার করে দিয়েছে সে। ছোট্ট বাচ্চার বুদ্ধির প্রশংসা করেছেন নেটিজেনরা। নিজের কাজ দিয়ে নেট দুনিয়ার মনজয় করে নিয়েছে ওই ছেলেটি। আদর্শ বড় দাদার মতো কাজ করেছে ওই ছেলেটি, এমনই বলছে নেটপাড়া। ইতিমধ্যেই সোশাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে এই ভিডিও ভাইরাল হয়েছে। সকলেই বাচ্চা ছেলেটির বুদ্ধি এবং কাজের তারিফ করেছেন। জল পেরিয়ে যেতে ভাইবোনের যে কষ্ট হবে, কিংবা বিপদ হতে পারে সেটা বুঝতে পেরে তাদেরকে পিঠে করে নিয়ে নিজে জল পেরিয়ে নিরাপদ স্থানে রেখে এসেছে সে। ভাইরাল ভিডিও দেখেই বোঝা যাচ্ছে যে ছোট্ট ভাইবোনের বেশ খেয়াল রাখে এই বড় দাদা। 


আরও পড়ুন- চিতার সঙ্গে সেলফি! নেটিজেনদের রোষের শিকার সাফারি গাইড