Viral Video: সোশ্যাল মিডিয়ার (Sicoal Media) বিভিন্ন মাধ্যমে মাঝেমাঝেই পুরনো ভিডিও (Old Video) নতুন করে ভাইরাল (Viral Video) হয়। সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, চলতি বছর জুন মাসে এই ভিডিও একবার ভাইরাল হয়েছিল। সেপ্টেম্বর মাসে অর্থাৎ প্রায় তিন মাসের মাথায় ফের সেই ভিডিওই ভাইরাল হয়েছে। ট্যুইটারে এই ভিডিও শেয়ার করেছেন ভারতীয় বনবিভাগের আধিকারিক সুশান্ত নন্দা। তিনি জানিয়েছেন এই ভিডিও তোলা হয়েছে দেরাদুন-হৃষিকেশ হাইওয়ের উপর। এই ভাইরাল ভিডিও দেখে কার্যত আঁতকে উঠেছেন নেটিজেনরা। 


কী দেখা গিয়েছে এই ভাইরাল ভিডিওতে


পুরনো যে ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে, হাইওয়ে ধরে সাইকেল চালিয়ে এগিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। রাস্তার পাশে রয়েছে ঘন জঙ্গল। আচমকা সেখান থেকেই একটি চিতাবাঘ বেরিয়ে ঝাঁপিয়ে পড়েছিল ওই ব্যক্তির সাইকেলের উপর। ওভাবে যে ঝোপের ভিতর থেকে সটান চিতাবাঘ বেরিয়ে আক্রমণ করতে পারে তা বোধহয় কেউই দুঃস্বপ্নেও কল্পনা করতে পারবেন না। কারণ ভিডিওতে দেখা গিয়েছে ওই হাইওয়ে যথেষ্টই ব্যস্ত। অবাধে চলাচল করছে গাড়ি-সাইকেল। এই ভাইরাল ভিডিওর সবচেয়ে বড় চমক হল চিতাবাঘ আক্রমণ করলেও ওই ব্যক্তির কোনও চোট, আঘাত লাগেনি। যখন ঝোপ থেকে চিতাবাঘটি আচমকা বেরিয়ে এসেছিল এবং ওই ব্যক্তির সাইকেলের পিছনের চাকায় ঝাঁপিয়ে পড়েছিল তখন এক ঝটকায় হাইওয়ের উপর পড়ে গিয়েছিলেন ওই ব্যক্তি। চিতাবাঘটিও সঙ্গে সঙ্গে ঢুকে গিয়েছিল ঝোপের ভিতর। কয়েক মুহূর্ত সাইকেল নিয়ে থম মেরে দাঁড়িয়ে পড়েছিলেন ওই ব্যক্তি। তারপর সাইকেল ঘুরিয়ে সোজা দৌড় দিয়েছেন। একটু পরে সাইকেল চালিয়ে চলে এসেছেন একদম উল্টো দিকে। এদিকে এমন ঘটনা দেখে সাইকেল থামিয়ে দাঁড়িয়ে পড়েছিলেন কয়েকজন পথচারী। গোটা ঘটনার আকস্মিকতায় সকলেই হতবাক হয়ে গিয়েছিলেন। 


 





 


আগের বার যখন এই ভিডিও ভাইরাল হয়েছিল তখনও ব্যাপক হারে ভিউ হয়েছিল। নতুন করে ভাইরাল হওয়ার পরেও সেই ট্রেন্ড বজায় রয়েছে। ক্রমশ ভিউ বাড়ছে এই ভিডিওর। নেটিজেনদের সকলেই এই ভিডিও দেখে আঁতকে উঠেছেন। একচুল এদিক ওদিক হলেই যে কী ভয়ঙ্কর বিপদ হতে পারত তাই ভেবেই শিউরে উঠেছেন সকলে। তবে এ যাত্রায় চিতাবাঘের আক্রমণের পরেও প্রাণে বেঁচে ফিরেছেন ওই ব্যক্তি। সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তিনি। 


আরও পড়ুন- ভ্যান গগের বিশ্বখ্যাত ছবিতে 'দৃষ্টিভ্রম'? আপনার চোখে কি তা ধরে পড়ছে?