Viral Video: পশুরাজ সিংহকে (Lion) পরাস্ত করা মোটেই সহজ কাজ নয়। কিন্তু অনেক সময় দলবদ্ধ ভাবে কোনও প্রাণী এসে পড়লে সমস্যায় পড়ে যায় খোদ পশুরাজও। অনেক ক্ষেত্রেই শিকার করার সময় এই ধরনের ঘটনা ঘটতে দেখা যায়। তবে সেক্ষেত্রে সিংহ নয় বরং বিপদে পড়ে সিংহীরা (Lioness)। তেমন ভাবেই দলছুট হয়ে বিপদে পড়েছিল এক সিংহী। আর সেই কাণ্ডও ঘটেছিল শিকার ধরতে গিয়েই। ইউটিউবে Maasai Sightings একটি ভিডিও (Viral Video) শেয়ার করেছে। মুহূর্তেই তা ভাইরাল হয়েছে। আর ওই ভিডিও দেখে কার্যত আঁতকে উঠেছেন নেটিজেনরা। জানা গিয়েছে, তানজানিয়ার Serengeti National Park- এ এই ভিডিও তোলা হয়েছিল।


ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, একটা খোলা মাঠের মধ্যে দল বেঁধে শিকারে হাজির হয়েছিল সিংহীরা। কিন্তু মাঝপথে আচমকাই এসে পড়ে একদল জেব্রা। ঘটনার আকস্মিকতায় দলছুট হয়ে পড়ে একটি সিংহী। সঙ্গী সাথীদের থেকে একদম আলাদা হয়ে জেব্রার দলের মাঝে পড়ে গিয়েছিল সে। এদিকে ততক্ষণে ধুলো উড়িয়ে সিংহীর একদম কাছে এসে পৌঁছেছিল জেব্রার দল। পরিস্থিতির শিকার হয়েছিল সিংহীটি। ভাইরাল ভিডিও দেখে মনে হবে যেন জেব্রাদের পায়ে পিষ্ট হয়েছে ওই সিংহী। ঘটনা খানিকটা হয়েওছিল তাই। তবে এ যাত্রায় প্রাণে মারা যায়নি সিংহীটি। বরং স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এত কিছুর পরেও দুটো জেব্রা শিকার করেছিল সিংহীটি। এদিকে জেব্রার দল একটু এগোতেই ফিরে আসে সিংহীর বাকি সঙ্গী সাথীরা। তারাও যোগ দেয় শিকার। এই পুরো রোমহর্ষক মুহূর্তই ধরা পড়েছে ইউটিউবের ওই ভিডিওতে।



ইউটিউবে ইতিমধ্যেই এই ভাইরাল ভিডিওর ভিউ পার হয়েছে ৬০ হাজার। ভিডিওতে দেখা গিয়েছে, খোলা মাঠের মতো জায়গাটিতে জেব্রা শিকার করতেই এসেছিল সিংহীর দল। কিন্তু প্রাথমিক ভাবে বিপদে পড়েছিল তারাই। জেব্রার দল আচমকা ওই এলাকায় এসে পড়ায় দলছুট হয়ে পড়ে একটি সিংহী। দেখা গিয়েছিল, অতগুলো জেব্রার মাঝখান থেকে পালানোর জন্য এদিক ওদিক করছিল সিংহীটি। কিন্তু পালাতে পারেনি সে। সাময়িক ভাবে জেব্রার দলের কাছে প্রায় পিষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু তার পরেও শিকারের উদ্যম হারায়নি সিংহীটি। দলবল নিয়ে দুটো জেব্রা শিকার করেছে সে।


আরও পড়ুন- আচমকাই হার্ট অ্যাটাক রোগীর, উপস্থিত বুদ্ধিতে জীবন দান চিকিৎসকের