কলকাতা: গাড়ি চালাতে ভালবাসেন? দেশে তো গাড়ি চালিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাই যায়। কিন্তু বিদেশে গেলে কী হবে? ভারতের ড্রাইভিং লাইসেন্সকে (Driving Licence) মান্যতা দেওয়া হয়? এই প্রশ্ন ঘুরপাক খায় প্রচুর পর্যটকের মনে। কারণ বিদেশ ঘুরতে গিয়েও গাড়ি চালিয়ে ঘোরার আনন্দে খামতি রাখতে চান না অনেকেই। পাশাপাশি থাকে খরচের ভাবনাও। একটু প্রান্তিক এলাকায় গেলে গণপরিবহন তেমন একটা ভাল পাওয়া যায় না। সব দেশে গণ পরিবহনের তেমন পরিকাঠামোও নেই। গাড়ি ভাড়া করে ঘুরলে বিস্তর খরচ পড়ে। তার থেকে সেল্ফ ড্রাইভিং কার (Self Driving Car) থাকলে সমস্যা নেই।


চিন্তা করবেন না। এমন অন্তত ১০টি দেশ রয়েছে যেখানে ভারতের ড্রাইভিং লাইসেন্সকে মান্যতা দেওয়া হয়। তবে সঙ্গে বেশ কিছু শর্তও থাকে। কোন কোন দেশে কাজে লাগবে ভারতের লাইসেন্স? 


অস্ট্রেলিয়া:
বন্যপ্রাণ থেকে প্রাকৃতিক সৌন্দর্য্য। বহু ভ্রমণপিপাসুদেরই উইশলিস্টে রয়েছে অস্ট্রেলিয়া (Australia)। যেতে-আসতে খরচও অনেক। সেখানে নিজে গাড়ি চালিয়ে ঘুরলে কিছুটা হলেও সাশ্রয় হবেই। অস্ট্রেলিয়ার উত্তরে  তিন মাসের জন্য বৈধ থাকে ভারতের লাইসেন্স। যদিও নিউ সাউথ ওয়েলস, দক্ষিণ অস্ট্রেলিয়া, রাজধানী এলাকায় বৈধ থাকে এক বছর।     


নিউজিল্যান্ড:
এই দেশে পা রাখার সময় থেকে এক বছর পর্যন্ত মান্যতা থাকে ভারতের ড্রাইভিং লাইসেন্সের। তবে বয়স হতে হবে ২১ বছরের উপর। লাইসেন্স ইংরেজি ভাষায় থাকতে হবে অথবা নিউ জিল্যান্ড (New Zealand) ট্রান্সপোর্ট এজেন্সির তরফে অথরাইজড কপি থাকবে হবে।


সুইজারল্যান্ড:
আল্পসের দেশেও বৈধ ভারতীয় ড্রাইভিং লাইসেন্স। দেশে ঢোকার পর থেকে এক বছর পর্যন্ত বৈধ থাকে লাইসেন্স। তবে নথি হতে হবে ইংরেজিতে।


ফ্রান্স:
ফ্রান্সের (France) গাড়ি চালানো যাবে ভারতের লাইসেন্স নিয়ে। তবে এখানে ওই লাইসেন্সের ফরাসি ভাষায় অনুবাদ করা নথি থাকতে হবে।


দক্ষিণ আফ্রিকা:
এখানেও ভারতীয় লাইসেন্স কাজে লাগবে। এক বছর পর্যন্ত বৈধ থাকবে। সেই লাইসেন্স দিয়ে গাড়িও ভাড়া করা যাবে।


মালয়েশিয়া:
এশিয়ার এই দেশেও ভারতের ড্রাইভিং লাইসেন্স দিয়ে গাড়ি চালানো যায়। তবে ইংরেজি বা মালয় ভাষায় কপি থাকতে হবে। সেটি মালয়েশিয়ায় ভারতীয় দূতাবাস থেকে অ্যাটেস্টেড করাতে হবে।


হংকং:
এখানও কাজে লাগবে ভারতের ড্রাইভিং লাইসেন্স। 


জার্মানি:
এই দেশে গাড়ির স্টিয়ারিং থাকে ডানদিকে। ইংরেজি বা জার্মানে (Germany) ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এই দেশে ৬ মাস মান্যতা থাকবে ভারতের ড্রাইভিং লাইসেন্সের।  


মরিশাস:
এই দ্বীপরাষ্ট্রেও বৈধ ভারতীয় লাইসেন্স। চার সপ্তাহের জন্য বৈধ থাকবে।


ব্রিটেন:
স্কটল্যান্ড, ওয়েলস, ইংল্যান্ডে এক বছর পর্যন্ত বৈধ থাকে ভারতীয় লাইসেন্স। তবে যে জাতীয় গাড়ি চালানোর লাইসেন্স রয়েছে। সেই গাড়িই চালাতে হবে।   


আরও পড়ুন: লাঞ্চ কিংবা ডিনারের আগে মিষ্টি খাবেন নাকি পরে? কোনটা বেশি স্বাস্থ্যকর?