নয়াদিল্লি: নিউ ইয়র্কে (New York) ইঁদুর (Rat) বিভ্রাট! ঠিক কী ব্যাপারটা? নিউ ইয়র্কে এই বছর যে সংখ্যক ইঁদুর দেখা গেছে তা গত এক দশকের থেকেও বেশি। 


কী বলছে পরিসংখ্যান?


এপ্রিল মাসে নিউ ইয়র্কে প্রায় ৭ হাজার ৪০০ ইঁদুর দেখা যায় (rat sightings)। শহরের তথ্য উদ্ধৃত করে এক সংবাদ সংস্থা জানিয়েছে যে, সাধারণ মানুষ ইঁদুরের বিরুদ্ধে পরিষেবা নেওয়ার জন্য ৩১১ নম্বরে ফোন করেছে। ২০২১ সালের এপ্রিল মাসে এই সংখ্যাটা ছিল ৬ হাজার ১৫০। ২০১৯ সালের মোটামুটিভাবে প্রথম চার মাসের তুলনায় এপ্রিলে ইঁদুরের দেখা ৬০ শতাংশের বেশি বেড়েছে।


রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালের প্রথম চার মাসে ইঁদুর দেখতে পাওয়ার সংখ্যা ২০১০ সালের পর থেকে সর্বোচ্চ। সেই বছর থেকে ইঁদুরের সংখ্যা অনলাইনে রেকর্ড করা শুরু হয়। ২০১০ সালের গোটা বছর মিলিয়ে মোট ১০ হাজার ৫০০ ইঁদুরের পরিসংখ্যান মেলে। সেখানে ২০২১ সালে সেই সংখ্যা দাঁড়ায় ২৫ হাজারে। আর জানা যাচ্ছে, এই ইঁদুরের উপদ্রব নাকি গরমের মাসেই বেশি বাড়ে।


যদিও নিউ ইয়র্ক সিটিতে ইঁদুরের সংখ্যা বেড়েছে কিনা তা এই মুহূর্তে সঠিক বলা না গেলেও, করোনা অতিমারীর কারণে শহরে তাদের দৃশ্যমানতা যে বেড়েছে তা মনে করছে সমীক্ষার রিপোর্ট। 


গত বছর প্রায় ১৩ জন লেপ্টোস্পাইরোসিস (leptospirosis) রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তাঁদের মধ্যে একজনের মৃত্যুও হয়। এই রোগে আক্রান্ত হয় কিডনি ও লিভার। আর মানুষের শরীরে এই রোগে মূলত ইঁদুর থেকেই হয়।


অতিমারীর প্রভাব


বিশেষজ্ঞরা অভিমত দিয়েছেন যে নিউ ইয়র্ক সিটির ইঁদুরের সমস্যা বেড়েছে কারণ বাসিন্দারা মহামারী থেকে বেরিয়ে এসেছেন। এতদিন ঘরবন্দি থেকে মানুষ এখন বাইরের খাবার বেশি পছন্দ করছেন এবং ইঁদুরগুলিও খাবারের সন্ধানে তাদের গর্ত থেকে বেরিয়ে আসছে।


বিশেষজ্ঞদের মতে, বেঁচে থাকার জন্য ইঁদুরদের প্রত্যেকদিন এক আউন্সেরও কম খাবার লাগে এবং খাবারের সন্ধানে তারা একটা সিটি ব্লকের বেশি তারা যায় না। কতটা খাবার রয়েছে এবং কোথায় রয়েছে তার ওপর নির্ভর করে যে নিজের আস্তানার বাইরে ইঁদুর বেরোবে কি না। মানুষের অভ্যাসের সঙ্গে সমানুপাতে চলে ইঁদুর সমস্যা।


রিপোর্টে উল্লেখ করা হয়েছে, রেস্তোরাঁর কার্বসাইড শেডে টেবিলে রেখে দেওয়া অসমাপ্ত খাবারে মাঝে মাঝে ইঁদুর ধরে। সাবওয়েতে কম ইঁদুর দেখা যায় কারণ কোভিড-সতর্ক মানুষ সেগুলো এড়িয়ে চলেছিলেন, ফলে সেখানে খুব বেশি খাবারের অপচয় হয়নি।


শতাব্দী প্রাচীন সমস্যা


ইঁদুর উত্তর আমেরিকার স্থানীয় নয়, তবে ইঁদুরের সমস্যা নিউ ইয়র্ক সিটিতে নতুন নয়। কর্তৃপক্ষ বছরের পর বছর ধরে এই বিপদ মোকাবিলা করার জন্য একটি ভাল উপায় খুঁজে বের করার চেষ্টা করেছে, কিন্তু খুব বেশি সাফল্য পায়নি।


১৮৬০ সালে ইঁদুরের সমস্যা নথিভুক্ত করে, নিউ ইয়র্ক টাইমস ম্যানহ্যাটনের বেলভিউ হাসপাতালে "ইঁদুর দ্বারা বিকৃত" হওয়ার পরে কীভাবে একটি শিশু মারা গিয়েছিল সে সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল।


মনে করা হয় অষ্টাদশ শতক থেকে নিউ ইয়র্কে ইঁদুরের রাজত্ব চলছে। ২০২১ সালের সমীক্ষা অনুযায়ী ইঁদুরের মোট সংখ্যায় বেশিরভাগই নরওয়ের ইঁদুর। চীনের স্থানীয় বাদামী রঙের ইঁদুর নরওয়েজিয়ান পালতোলা জাহাজের সঙ্গে বিশ্বজুড়ে ভ্রমণ করার সময় তার শিকড় ছড়িয়ে দেয়। শহরের বর্তমান মেয়র এরিক অ্যাডামস সম্প্রতি প্রশাসনের সর্বশেষ ব্যবস্থা ঘোষণা করেছেন। আবর্জনা ব্যাগের বড় স্তূপ, যেখান থেকে মূলত ইঁদুর খাবার পায়, সেগুলো কমাতে রাস্তার ধারে তালাবদ্ধ ট্র্যাশ বিন রাখা হচ্ছে।