মধ্যপ্রদেশ: মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে এক ট্রাফিক পুলিশের কীর্তি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। রাজ্যপালের একটি কনভয় (Traffic Police) রাস্তা দিয়ে আসছিল আর তার ঠিক পাশ দিয়েই হেঁটে যাওয়ার কারণে পথচারীকে হঠাৎ করেই লাথি, চড় মারতে শুরু করেন ট্রাফিক পুলিশ। এই ভিডিয়ো (Viral Video) সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ভোপালের (Madhya Pradesh Police) আনন্দ নগরে এই ঘটনাটি ঘটতে দেখা গিয়েছে।
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে এক ট্রাফিক পুলিশ সেই পথচারী ব্যক্তির দিকে ছুটে আসছেন যিনি রাজ্যপালের কনভয়ের কাছে দাঁড়িয়ে ছিলেন। এরপরেই সেই পুলিশটি লোকটিকে মাটিতে ফেলে দিয়ে লাথি, চড় মারতে শুরু করেন। ব্যক্তিটি ওঠার চেষ্টা করলে ট্রাফিক তার মুখে নৃশংসভাবে চড় মারেন।
সমালোচনার ঝড় সমাজমাধ্যমে
সমাজমাধ্যমে এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় বয়ে যায়। আর এতটাই ছড়িয়ে পড়ে এই ভিডিয়ো যে রাজ্যের ট্রাফিক ডেপুটি পুলিশ কমিশনার উপযুক্ত পদক্ষেপ করতে বাধ্য হন। অ্যাডিশনাল ডিসিপি বিক্রম রঘুবংশী সংবাদমাধ্যমকে জানিয়েছেন গভর্নরকে জেড প্লাস নিরাপত্তা দেওয়া হয়, আর তাই কনভয়ের আশেপাশে কাউকেই যেতে দেওয়া হয় না। এতে দুর্ঘটনার সম্ভাবনা থাকতে পারে। এসিপি ট্রাফিক পুলিশকে এই বিষয়ে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পথচারীকে চিহ্নিত করতে এবং এই পুরো ঘটনার তদন্ত করতে বলেছে।
এসিপি জানিয়েছেন, 'গভর্নরের কনভয় যাচ্ছিল রাস্তা দিয়ে, জেড প্লাস নিরাপত্তা ছিল। খুব দ্রুত গতিতে এই গাড়িটি আসছিল, পুলিশের কাছ থেকে কোনো রকম সতর্কতা না পাওয়ার কারণে একটি লোক সেই কনভয়ের কাছে ছুটে আসে। সেই লোকটিকে চেনা যায়নি। কেনই বা তিনি কনভয়ের কাছে এগিয়ে গেলেন তা জানা যায়নি। এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্তে সময় লাগবে, কিন্তু সত্য ক্রমে ক্রমে উদ্ঘাটন হবেই'।
কিছুদিন আগেই ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে যে ফোন ঘাঁটতে ঘাঁটতে রাস্তা পেরনোর সময় এক যুবককে চলন্ত বাইক থেকে চড় মেরে চলে যান এক পুলিশ। কভুন্দমপাল্যম থানার হেড কনস্টেবল জয়প্রকাশ সেই যুবককে চড় মারেন রাস্তার মধ্যে। এই যুবকের নাম জানা গিয়েছে মোহনরাজ যিনি কোয়েম্বাটোরের চিন্নাভেদমপট্টির বাসিন্দা। নাল্লামপাল্যমের একটি বেসরকারি সংস্থায় কাজ করেন মোহনরাজ। এই ভিডিয়ো ঘিরেও চাঞ্চল্য তৈরি হয়েছিল সমাজমাধ্যমে।
আরও পড়ুন: Viral News: মায়ের জন্য ৮৬ হাজার টাকার চটি কিনল এই ছেলে, সোশ্য়াল মিডিয়া কী বলল জানেন ?