নয়া দিল্লি: বলার অপেক্ষা রাখে না যে, আমরা এখন যে যুগে বাস করছি তা কৃত্রিম বুদ্ধিমত্তার। আর্টেফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে সবই যে সম্ভব তা বারংবার প্রকাশ্যে এসেছে। আর এই কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে শিল্পীরাও তাঁদের শিল্পকর্মে এক নতুন মাত্রা আনতে সক্ষম হচ্ছেন। যাঁর যা অলীক কল্পনা তা খুব সহজেই ফুটিয়ে তুলতে পারছে এআই। সম্প্রতি এমনই কিছু ছবি তৈরি করেছেন এক শিল্পী যা বিশ্বে সাড়া ফেলে দিয়েছে।
ধরা যাক যা বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব, তাঁরা যদি জিমে যেতেন, বডি বিল্ডিং করতেন, তাহলে কেমন লাগত তাঁদের দেখতে? এটা ভেবে দেখেছেন কখনও? শিল্পী যা ভেবেছেন তা করে দেখিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। সেই ছবিতে দেখা গিয়েছে মহাত্মা গান্ধী, উইলিয়ম শেক্সপিয়ার, আইজ্যাক নিউটন, আব্রাহাম লিঙ্কন, ভিনসেন্ট ভ্যান গগ, নেলসন ম্যান্ডেলা এবং অ্যালবার্ট আইনস্টাইন।
শিল্পী শাহিদ ভেবেছেন যদি এই বিশ্বখ্যাত এই মানুষেরা জিমে যেতেন তাহলে কেমন হত তাঁদের দেহাবয়ব? মিড জার্নি অ্যাপ্লিকেশন দিয়ে এই ছবিগুলি তৈরি করেছেন তিনি। যা দেখে নেটিজেনদের রীতিমতো ভিরমি খাওয়ার অবস্থা।
কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে মহাত্মা গান্ধীকে দেখা যায় মাসকুলার অবতারে। অ্যালবার্ট আইনস্টাইনের রয়েছে সুঠাম দেহাবয়ব, রবীন্দ্রনাথ ঠাকুরের সিক্স প্যাক দেহে দেখা যায় ছবিতে। নেলসন ম্যান্ডেলা থেকে কার্ল মার্ক্স- বাইসেপ, ট্রাইসেপসের কার্যকলাপ দেখে এখন জটায়ু বেঁচে থাকলে নিশ্চয়ই বলতেন- 'এঁদের তো কালটিভেট করতে হচ্ছে মশাই'।
ইতিমধ্যেই এই ছবিগুলি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। ছবিগুলি দেখে চোখ সরাতেই পারছেন না অনেকে। প্রশংসা যেমন এসেছে রাশি রাশি, তেমন নিন্দেও কম হয়নি। সব মিলিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি এই ছবি নিয়েই এখন মজে রয়েছে নেটপাড়া।
আরও পড়ুন, আপনার স্বপ্নে কি মাঝেমধ্যে কোনও ব্যক্তি উপস্থিত হয়? এর নেপথ্যে কী কারণ রয়েছে?