নয়া দিল্লি: নামীদামি রেস্তোরাঁয় খেতে যাওয়ার আগে অবশ্যই পকেটের বিষয়টি কমবেশি সকলেই মাথায় রাখে। শুধু বিলাসবহুল রেস্তোরাঁ নয়, বাইরে যেকোনও জায়গায় খেতে যাওয়ার আগে বিলের বিষয়টি ভেবে নেওয়া হয় আগেভাগেই। যাতে বিল দেওয়ার সময় টাকার সমস্যায় মানহানি না হতে হয়। কিন্তু পেটপুরে খেয়েদেয়ে টাকা না দেওয়াটা অপরাধের সমান। আর সেই অপরাধ থেকে বাঁচতে এমন এক কাণ্ড ঘটালেন ব্যক্তি যা রীতিমতো চাঞ্চল্য ফেলে দিয়েছে।                                     


ডেলি লাউড সংবাদপত্র জানিয়েছে, এক ব্যক্তি একটি ফ্যান্সি রেস্তোরাঁতে গিয়ে ডিনার সেরে বিল পেমেন্টের সময়ই অসুস্থ হয়ে যায়। অবস্থা দেখে সকলের মনে হয়েছিল নিশ্চয়ই ওই ব্যক্তির হার্ট অ্যাটাক হয়েছে। মানবিকতার খাতিরে বিল নেওয়া তো দূরঅস্ত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থার দিকেই মনযোগ ছিল রেস্তোরাঁ কর্তৃপক্ষের।                                                                               


এরকম একবার নয়! একাধিকবার এই একই 'নাটক' করে নানা রেস্তোরাঁতে বিল না মিটিয়েই খেয়ে চলেছিলেন পঞ্চাশোর্ধ এক ব্যক্তি।                                                  


তিনি গত মাসে ধরা পড়েন যখন একটি হোটেলের একটি রেস্তোরাঁর কর্মীরা ৩৭ ডলার-এর বিল পেশ করেছিল।  স্টাফ সদস্য চলে গেলে, লোকটি চলে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু তাকে থামানো হয়েছিল এবং জানানো হয়েছিল যে তাকে এখনও বিল দিতে হবে। প্রতারক তখন দাবি করেন যে তিনি তার হোটেলের রুম থেকে টাকা আনতে যাচ্ছিলেন, কিন্তু কর্মীরা তাকে যেতে দেয়নি। এরপরই তিনি হার্ট অ্যাটাকের নাটক শুরু করেন। 


রেস্তোরাঁর ম্যানেজার একটি স্প্যানিশ নিউজ সংবাদমাধ্যমকে বলেন, 'এটি খুব নাটকীয় ছিল, তিনি অজ্ঞান হওয়ার ভান করেছিলেন এবং নিজেকে মেঝেতে পড়েছিলেন। আমরা তার ছবি আশেপাশের সমস্ত রেস্তোরাঁয় পাঠিয়েছি যাতে তাকে আবার নাটক করা থেকে বিরত রাখা যায়।'


 


আরও পড়ুন, জুতো পরতে গিয়েই চরম বিপদ! ফণা তুলে বেরিয়ে এল কেউটে