কলকাতা: বর্ষা এলেই বাড়তে থাকে সাপে কামড়ানোর (Snake Bite) ঘটনা। গ্রাম বাংলায় সর্পাঘাতের বহু ঘটনা ঘটে এই সময়ে। ভারতের নানা প্রান্তে বিশেষ করে গ্রামীণ এলাকায় সাপে কামড়ানোর ঘটনা দেখা যায় বর্ষাকালে। বহু মানুষের মৃত্যুর ঘটনাও ঘটে। কিন্তু বিহারে ঘটল আজব একটি ঘটনা। এক ব্য়ক্তিকে সাপে কামড়াল, পাল্টা সেই সাপকে কামড়ে মেরে ফেললেন সেই ব্যক্তি। টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে প্রকাশিত যে সাপটিকে মেরে ফেললেও সুস্থ রয়েছেন ওই ব্যক্তি।


ওই প্রতিবেদন অনুযায়ী, রেল কর্মী সন্তোষ লোহার তাঁর দলের সঙ্গে বিহারের (Bihar) রাজাউলির জঙ্গল এলাকায় রেল লাইন পাতার কাজ করছিলেন। মঙ্গলবার রাতে সারাদিন কাজের পর সন্তোষ খাবার খেয়ে যখন ঘুমনোর জোগাড় করছিলেন তখনই তাঁকে সাপে কামড়ায়। দ্রুত পাল্টা হামলা করেন সন্তোষ। ওই সাপটিকে ধরেই দেন কামড়। একবার নয়, পরপর ২ বার। প্রতিবেদন অনুযায়ী স্থানীয় এলাকায় বিশ্বাস রয়েছে যে সাপে কামড়ালে যদি পাল্টা সেই সাপকে কামড়ানো যায় তাহলে বিষ কাজ করে না, সাপের দেহেই চলে যায় বিষ। সেই বিশ্বাস থেকেই সন্তোষ এই কাজ করে থাকতে পারেন।


তাঁর সহকর্মীরা অবশ্য ভরসা রেখেছিলেন চিকিৎসা ব্যবস্থায়। দ্রুত সন্তোষকে নিয়ে যাওয়া হয় রাজাউলি সাব ডিভিশন হাসপাতালে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সেখানে বছর পঁয়ত্রিশের সন্তোষের চিকিৎসা করা হয়। রাতভর তাঁকে রাখা হয় হাসপাতালে, পরেরদিন তাঁকে সেখান থেকে ছাড়া হয়। প্রতিবেদন অনুযায়ী, সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন, সন্তোষ চিকিৎসায় সাড়া দিয়েছিলেন। তবে এটা স্পষ্ট নয় কী ধরনের সাপ কামড়েছিল সন্তোষ লোহারকে (Snake died after bite)। 


সারা ভারতে প্রতিবছর বড় অংশের মানুষ সাপের কামড়ে (Snake Bite Death) মারা যান। স্থলভাগের সাপের মধ্যে কম অংশই বিষাক্ত। এদের মধ্যে শঙ্খচূড়, কেউটে, গোখরো, কালাচ, চন্দ্রবোড়া মূলত। সাপের কামড়ের ঘটনায় এই প্রজাতির সাপের কামড়ই অধিকাংশ হয়।


বিদেশেও সাপের হামলা:
কয়েকদিন আগে গা শিউরে ওঠার মতো একটি ঘটনা ঘটেছিল-সেটিও সাপ সংক্রান্ত তবে ইন্দোনেশিয়ায়। এক মহিলাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাঁর স্বামী এবং আত্মীয়রা পরে দেখেন একটি বিশাল আকৃতির ময়াল পড়ে আছে। ওই মহিলার পায়ের একটু অংশ বেরিয়ে ছিল সাপের মুখ থেকে। সাপটিকে মেরে ফেললেও ওই মহিলাকে বাঁচানো যায়নি।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে   


আরও পড়ুন: পুরীর জগন্নাথধামের সঙ্গে জড়িয়ে বহু রহস্য-কাহিনি! এটা জানতেন?