Tamil Nadu Thief Viral Note: কথায় বলে, কেউ চোর অভাবে, কেউ চোর স্বভাবে। অর্থাৎ কেউ অভাবের তাড়নায় চৌর্যবৃত্তির পথ অনুসরণ করে। কেউ আবার স্বভাববশতই চুুরি করতে ভালবাসে। কোনও অভাব না থাকলেও তারা চুরি করে। তবে তামিলনাডুর ঘটনা এসবের থেকে একেবারে আলাদা (Viral News)। পরিস্থিতির শিকার হলে মানুষের কেমন অবস্থা হতে পারে, তার যেন নিদর্শন এই ঘটনা!
ঠিক কী ঘটেছিল ?
তামিলনাডুর তুতিকোরিন জেলার বাসিন্দা ৭০ বছর বয়সী সেলভিন। তিনি ও তাঁর স্ত্রী দুজনেই অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা। তাদের চার ছেলে মেয়ে। গত ১৭ জুন সেলভিন সস্ত্রীক চেন্নাইয়ে ছেলের কাছে যান। ইতিমধ্যে বাড়ির দায়িত্ব দিয়ে যান এক পরিচারিকাকে। টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, ওই পরিচারিকা সম্প্রতি ঘরে ঢুকতে গিয়ে দেখতে পান বাড়ির দরজা ভাঙা, আলমারি ভাঙা (Viral News)। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিতেই সেখানে পৌঁছায় স্থানীয় পুলিশের দল। এর পর খুঁটিয়ে তল্লাশি করে ও সেলভিনের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে ৬০ হাজার টাকা, সোনা ও রূপোর কিছু জিনিস চুরি গিয়েছে। যার মূল্য প্রায় ১ লাখের উপর তবে এই সব কিছুর মাঝেই অবাক করেছে চোরের রেখে যাওয়া একটি চিঠি
কী লেখা ছিল ওই চিঠিতে ?
চোরের রেখে যাওয়া চিঠিতে লেখা ছিল তার চুরির আসল কারণ। চোরের বয়ানমাফিক, তাঁর বাড়িতে একজন অসুস্থ। সে এই কৃতকর্মের জন্য ক্ষমাও চায় চিঠিতে। তার পর লেখে এক মাসের মধ্যে ফেরত দিয়ে যাবে এই গয়না ও টাকা।
পুলিশের কী দাবি ?
ঘটনাটি মানবিক দিক থেকে দেখার পাশাপাশি খতিয়ে তল্লাশি করতে চায় পুলিশ। আদতে এই চিঠির সত্যতা কতটা তা খতিয়ে দেখতে চায়। তাই ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছে স্থানীয় থানার পুলিশ। চুরি যাওয়া জিনিসপত্রের মূল্যের কারণেও ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ।
সাংহাইয়ের অন্য আরেক ঘটনা
এক্ষেত্রে চোরকে বিনম্র হয়ে ক্ষমা চাইতে দেখা গেলেও সবক্ষেত্রে যে তা হয় না, তা বলাই বাহুল্য। তেমনটাই হয় সাংহাইতে। সাংহাইয়ে একটি অভিজাত ব্যবসায়ীর দোকানে চুরি করে একটি নোট রেখে যায় চোর। সেখানে লেখা ছিল - ‘দোকানের নিরাপত্তা আরও বাড়ান’!
আরও পড়ুন - Viral News: জন্মদিনের পার্টিতে মদের আয়োজন কম ছিল, বার্থডে বয়কেই পাঁচতলা থেকে ফেলে দিল ‘বন্ধুরা’
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।