কলকাতা: প্রেমে পড়লে লোকে কত কিছুই না করে। এমনকি পছন্দের মানুষকে ইমপ্রেস করার জন্য উঠে পড়ে লাগে। তেমনই এক ঘটনার কথা জানা গেল এবার। ভ্যালেনটাইনস ডে উপলক্ষে সকলেই দিনটিকে নানাভাবে উদযাপন করছে। তেমনই উদযাপনের আমেজ দেখা গেল কটসওল্ড ওয়াইল্ড লাইফ পার্কে। সেখানের একটি ঘটনা সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করেছে ওই চিড়িয়াখানা কর্তৃপক্ষ। 


যুগলের পেঙ্গুইনের দেখতে যাওয়া


অ্যান্ড্রিউ ও কেট তখন সবে একে অপরের প্রেমে মজেছে। দুজনের দুজনকে ভাল লাগে। দুজনেই তা বুঝতে পারছে। এর মধ্যেই একদিন দুজনে মিলে ঘুরতে যায় কটসওল্ড ওয়াইল্ড লাইফ পার্কে। সেখানে পেঙ্গুইন দেখার জন্য টিকিট বুক করেন অ্যান্ড্রিউ। তবে এই টিকিট বুক করার পিছনে একটি কারণ রয়েছে। সেই কারণটি হল কেটের পছন্দ। বিভিন্ন প্রাণীর মধ্যে কেট পেঙ্গুইনকে খুবই পছন্দ করেন। সেই পছন্দ নাকি প্রেমিককে পছন্দ করার মতোই। তাই তার জন্য় পার্কে পেঙ্গুইন দেখার ব্যবস্থা করেন অ্যান্ড্রিউ। কিন্তু চমক তখনও বাকি ছিল! 


প্রেমিক হাজির পেঙ্গুইনের সাজে


এর পর পার্কে ঢুকে পেঙ্গুইন দেখতে চলে যান দুজনেই। সেখানেই দায়িত্বে থাকা কিছু ব্যক্তিকে অ্যান্ড্রিউ বলেন, তার প্রেমিকাকে কিছু ক্ষণ ব্যস্ত রাখতে । কেটকে তিনি একটি কাজের কথা বলে সেখান থেকে বেরিয়ে আসেন। এদিকে কেট তখন পুরোপুরি পেঙ্গুইন নিয়ে ব্য়স্ত হয়ে পড়েছে। এই অবস্থায় হঠাৎ একগাদা পেঙ্গুইনের মধ্যে থেকে একজনকে তার দিকে এগিয়ে আসতে দেখা যায়। হাতে আবার উপহার। তাই দেখে অবাক হয়ে যায় কেট। হাঁটু গেড়ে সেই পেঙ্গুইনটি প্রপোজ করে কেটকে। আদতে সেটি আর কেউ নয়। অ্যান্ড্রিউ (Man dresses up as penguin)। তিনিই পেঙ্গুইন সেজে প্রপোজ করেন কেটকে। এর প্রত্যুত্তরে হ্যাঁ বলেন কেট।


চিড়িয়াখানার পোস্ট 


চিড়িয়াখানা কর্তৃপক্ষ ওই পোস্টে লেখেন, বেশ কয়েক বছর আগের ঘটনা এটি। সেই দিন কেট হ্যাঁ বলার পর চিড়িয়াখানার কর্মীরা সবাই মিলে দিনটিকে উদযাপন করেন। সেই স্মৃতিই ভ্যালেনটাইনস ডে-তে উস্কে দেয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। একই সঙ্গে পোস্টে তারা লেখেন, এই ধরনের উদযাপন তারা মাঝে মাঝেই করে থাকেন। পশুপ্রাণীদের মধ্যেও প্রেমপর্ব চলে। তাও উদযাপন করা হয় ওখানে। এই দিন ইন্সটাগ্রামের (Viral instagram post) লেখার সঙ্গে কেট ও অ্যান্ড্রিউয়ের ছবিও পোস্ট করা হয়।


আরও পড়ুন - Viral Video: জুতোর নিচে আটকানো আস্ত খাঁচা, তাতে আবার জ্যান্ত ইঁদুর ! এ কেমন শখ বিদেশিনীর ?