কলকাতা:  অদ্ভুত শখ, অদ্ভুত স্টাইল ! নানা ধরনের জুতো পড়তে দেখা যায় মানুষকে, কিন্তু তা বলে জুতোর সঙ্গে লাগানো থাকবে এমন এক ইঁদুরের খাঁচা ? এ কি বিশ্বাস হয় ? আস্ত একখানা করে ইঁদুরের খাঁচা লাগান জুতোর নিচে। আর তাই নিয়েই হেঁটে চলে বেড়াচ্ছেন এক বিদেশিনী মহিলা। সমাজমাধ্যমে এই ভিডিয়ো (Viral Video) ছড়িয়ে পড়তেই মুহূর্তে ভাইরাল। হিল জুতো পড়ার এ কেমন স্টাইল ?


ঘটনাটা কী ?


স্কাই-হাই হিল পড়ে আছেন এক বাদামি চুলের বিদেশিনী মহিলা। রাস্তার ধারে ফুটপাথে দাঁড়িয়ে আছেন। আর দূর থেকে তার একটি ভিডিয়ো (Viral Video) করেছেন একজন। সেই ভিডিয়োতেই দেখা যাচ্ছে বিদেশিনীর অদ্ভুত ধরনের সেই জুতো। জুতোর নিচে উঁচু হিল রয়েছে, আর সেই হিলেই শেষ নয়, তার নিচে লাগানো আছে একটি করে খাঁচা। তাতে আবার একটি আস্ত ইঁদুরও দেখা যাচ্ছে ভিডিয়োতে। ফ্যাশনিস্তা এবং নেটিজেনদের তাক লাগিয়ে দিয়েছে এই ভিডিয়ো আর স্বাভাবিকভাবেই একদল মানুষের কাছে 'প্রাণীর উপর অত্যাচার'-এর মর্মে কটাক্ষ শোনা গিয়েছে।



কী লিখেছেন নেটিজেনরা ?


অনেকেই এই ভিডিয়ো (Viral Video) দেখে প্রশ্ন তুলেছেন কীভাবে সেই মহিলা এমন ইঁদুর নিয়ে ঘুরতে পারেন ! কেউ কেউ ভিডিয়োর নিচে কমেন্ট করেছেন যাতে সেই ইঁদুর যেন জীবন্ত না হয়, সেটা যেন পুতুল হয় এটা ভেবে। কমেন্টের বন্যায় ভেসে গিয়েছে সেই পোস্ট। কেউ কেউ লিখেছেন, 'ঐ ইঁদুরগুলি যদি জীবন্ত নাও হয়, তাহলেও কেন তিনি এই ফ্যাশন ট্রেন্ড করতে চাইছেন সেটা বুঝতে পারছি না'। আবার এক বয়স্ক নেটিজেন কমেন্ট করে জানান যে তিনি নাকি বহু আগে এরকমই একজনকে জুতো পড়তে দেখেছিলেন যার নিচে কাচের অ্যাকোয়ারিয়াম লাগান ছিল। আর সেই কাচের বয়ামে রাখা ছিল গোল্ডফিশ।


আসল রহস্য


তবে আসল রহস্য অন্য জায়গায়। সংবাদসূত্রে জানা গিয়েছে যে দৃষ্টি আকর্ষণের জন্যেই মূলত এই জুতো বানিয়েছিল আনকমন ক্রিয়েটর স্টুডিও নামের একটি সংস্থা। তাঁরা একটি সাক্ষাৎকারে জানিয়েছে যে নিউ ইয়র্কে বর্তমানে ৩ মিলিয়ন ইঁদুর এবং ৮ মিলিয়ন মানুষ বসবাস করে, জুতোটি যদি নিউ ইয়র্ক বলে ধরে নেওয়া যায়, তাহলে আসল চিত্রটা বুঝতে পারবেন যে কেউ।


সমাজমাধ্যমে প্রায়ই এমন সব ভিডিয়ো ভাইরাল হয়। কদিন আগেই এমনই একটি ভিডিয়োতে (Viral Video) দেখা গিয়েছইল ভারতের ব্যস্ত রাস্তায় একজন আরোহী বাইকে শুয়ে শুয়ে হাতে মোবাইল এবং পা দিয়ে বাইকের হ্যান্ডল ধরে গাড়ি চালাচ্ছেন। সেই ভিডিয়ো দেখেও উত্তাল হয়ে উঠেছিল নেটপাড়া।


আরও পড়ুন: Viral News: গুগল ম্যাপেই ধরা পড়ল চোর ! তামিলনাড়ুর যুবকের আশ্চর্য কীর্তি