Ranjith Ramachandran: আইআইএম রাঁচির সহকারি অধ্যাপক রঞ্জিত রামচন্দ্রন (Ranjith Ramachandran)। এই অধ্যাপকের জীবন এখন অনেক ছাত্র-ছাত্রীর কাছে আইকন। কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের সহায়েই সামান্য নাইট ওয়াচম্যান থেকে কলেজের অধ্যাপকের আসনে উন্নীত হয়েছেন রঞ্জিত। কিন্তু কীভাবে ? কী কী প্রতিকূলতা পেরোতে হয়েছে তাঁকে ?


একটা মাটির ছোট্ট কুঁড়েঘরেই দিন কাটত রঞ্জিতের (Ranjith Ramachandran)। ঘরের অবস্থা খুব একটা ভাল ছিল না। তাঁর বাবা পেশায় ছিলেন একজন দর্জি এবং তাঁর মা মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমের অধীনে দিনমজুরের কাজ করতেন। ২০২১ সালে সমাজমাধ্যমে নিজের ছোট্ট কুঁড়েঘরের ছবি দিয়ে রঞ্জিত লিখেছিলেন, 'এখানেই একজন আইআইএমের অধ্যাপক বড় হয়েছে।' দক্ষিণ কেরালার একেবারে প্রত্যন্ত একটি গ্রামের সেন্ট পায়াস কলেজ থেকে স্নাতক উত্তীর্ণ হন। সকালে কলেজে পড়াশোনা করতেন রঞ্জিত আর রাতে কাসারগড়ে বিএসএনএলের একটি অফিসে নাইট ওয়াচম্যানের কাজ করতেন। অর্থনীতিতে অনার্স সহ স্নাতক উত্তীর্ণ হন রঞ্জিত। তারপর দেশের অন্যতম খ্যাতনামা প্রতিষ্ঠান আইআইটি মাদ্রাজে তিনি পড়তে যান ডক্টোরাল ডিগ্রির জন্য।


তবে তার (Ranjith Ramachandran) জীবনের এই সাফল্যের পথ এতটাও মসৃণ ছিল না। পড়াশোনা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক কষ্ট করতে হয়েছে তাঁকে। লড়তে হয়েছে অর্থনৈতিক প্রতিকূলতার সঙ্গে। আইআইটি মাদ্রাজে পড়ার সময় তার কাছে বাধা হয়ে দাঁড়ায় ভাষা। তিনি মালয়ালম ছাড়া আর কোনও ভাষাই জানতেন না। কিন্তু সেই কলেজের ড. সুভাষ তাঁকে মনোবল জোগান এবং তারপর ড. সুভাষের সাহায্যেই পড়াশোনা চালিয়ে নিয়ে যান রঞ্জিত। ডক্টরাল ডিগ্রি অর্জনের পরে প্রথমে ব্যাঙ্গালোরের ক্রাইস্ট বিশ্ববিদ্যালয়ে কাজে যোগ দেন রঞ্জিত এবং পরে রাঁচির আইআইএম প্রতিষ্ঠানে সহকারী অধ্যাপকের পদে নির্বাচিত হন রঞ্জিত রামচন্দ্রন। এরই মাঝে কালিকট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নির্বাচনের মেধা তালিকায় তাঁর নাম থাকলেও তিনি সেখানে নির্বাচিত হননি।


এক সাক্ষাৎকারে রঞ্জিত (Ranjith Ramachandran) বলেছিলেন যে তিনি লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেইমত নিজের স্বপ্নের পিছনে লড়াই চালিয়ে গিয়েছিলেন। আর্থিক অবস্থা ঠিক করার জন্য সকালে কলেজে পড়তেন এবং রাতে ওয়াচম্যানের কাজ করতেন রঞ্জিত।  


তাঁর প্রসঙ্গে বলতে গিয়ে কেরালার তৎকালীন অর্থমন্ত্রী বলেছিলেন, 'রঞ্জিত আসলে সামাজিক ও অর্থনৈতিক অনগ্রসরতা থেকে বেরিয়ে আসতে আঁকড়ে ধরেছিলেন পড়াশোনাকেই। আর এভাবেই সাফল্যের শিখরে উঠে এসেছেন রঞ্জিত। কিশোরদের কাছে জীবনে সাফল্য অর্জনের পথে অন্যতম আইকন হয়ে উঠেছেন রঞ্জিত রামচন্দ্রন।  


আরও পড়ুন: IPS Success Story: কোনও কোচিং ছাড়া মাত্র ২২ বছরেই UPSC জয় ! সাফল্যের মন্ত্র কী IPS কাম্যর ?


Education Loan Information:

Calculate Education Loan EMI