জ্যাকসনভিল (ফ্লরিডা): কুমিরকে (Alligator) নিজ হাতে খাওয়ানো (Hand Feeding)? এও কি সম্ভব? অবিশ্বাস্য ঠেকলেও মার্কিন মুলুকের ফ্লরিডায় (Florida) এমনই কাণ্ডকারখানা ঘটেছে। ভয়ডর ভুলে পেল্লায় কুমিরকে রীতিমতো আদর করে খাইয়ে দিচ্ছেন এক দম্পতি, এমনই উঠে এসেছে এক ভিডিওয়। সোশ্য়াল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল (Viral Video) হতেও দেরি হয়নি। নেটিজেনদের চক্ষু চড়কগাছ। ওঁদের কি প্রাণের মায়া নেই?
কী দেখা যাচ্ছে?
কুমিরের আক্রমণে কী কী ঘটতে পারে, তা নিয়ে কম-বেশি অনেকেরই স্পষ্ট ধারণা রয়েছে। গুরুতর আঘাত, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে বলে এই প্রাণীটিকে সমীহ করে বেশিরভাগ মানুষই। সেখানে কিনা বুক-জলে দাঁড়িয়ে কুমিরকে স্যান্ডউইচ খাওয়াচ্ছেন দম্পতি! 'ওনলি ইন ফ্লরিডা' নামে একটি ইনস্টা-পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। সঙ্গে ক্যাপশন, 'আগমার্কা ফ্লরিডার বাসিন্দা! ' পোস্ট হওয়ার অল্পক্ষণের মধ্যেই ৫ লক্ষ ভিউ হয়ে গিয়েছে সেটির, সঙ্গে ২৫ হাজার লাইক। নিচে মজার কমেন্ট। বাস্তবিক। কুমিরকে স্যান্ডউইচ খাওয়ানোর ছবি তো সবসময় ধরা পড়ে না।
কী রয়েছে কমেন্টে?
একজন লেখেন, 'এর পর খাবার আর মানুষকে মিলিয়ে ফেলবে ওরা।' আর এক জনের আবার বক্তব্য, 'মানুষ মানেই খাবার, এটা কুমিররা জানে। এখন কোনও কোনও খাবারের আগে আবার অ্যাপেটাইজার আসে, সেটিও জেনে নিল।' তবে শুধুই যে হালকা বিদ্রুপেই নেটিজেনরা ছেড়ে দিয়েছেন, তা নয়। কেউ কেউ কিছুটা ক্ষুব্ধও বটে। তাঁরা লেখেন, 'আপনার থামুন এবার! ওদের থেকে আমাদের দূরে থাকাই দরকার ও প্রয়োজনীয়। একবার ভেবে দেখুন, ওরা যদি বেশি সড়গড় হয়ে গিয়ে বাচ্চাদেরও কাছাকাছি আসতে শুরু করে দেয়, তা হলে? ওরা নিজেরাই খেতে পারে।' বন্যপ্রাণীর সঙ্গে এই ধরনের বিপজ্জনক অ্যাডভেঞ্চার অবশ্য নতুন নয়। বিদেশ তো বটেই, দেশ এমনকি এই রাজ্যেও এই ধরনের ঘটনা প্রায়ই শোনা যায়। গত বছর জুলাই মাসে ডুয়ার্সের বানারহাট ব্লকের লক্ষ্মীপাড়া চা বাগানে সাপের সঙ্গে সেলফি তুলতে গিয়ে বিপদ ডেকে এনেছিলেন এক যুবক। জানা যায়, বাগানের শ্রমিক বস্তিতে ঢুকে পড়েছিল একটি অজগর সাপ। স্থানীয় সূত্রে খবর, সেটিকে চা বাগানের বড়া লাইনের প্রাথমিক স্কুলের সামনে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপর কোনওরকম প্রশিক্ষণ ছাড়াই সেই সাপটিকে উদ্ধার করতে যান চা বাগানের বীরসা ওঁরাও নামে এক শ্রমিক। জানা যায়, অনেকেই সেই সাপটির সঙ্গে সেলফিও তোলার চেষ্টা করেন। কিন্তু মুহূর্তের মধ্যেই ঘটে যায় অঘটন। এরপরই না কি অজগরটি কামড় বসিয়ে দেয় বীরসা ওরাওঁকে। তড়িঘড়ি তাঁকে চিকিৎসার জন্য পাঠানো হয় বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে, এরপর লক্ষ্মীপাড়া চা বাগানের সাতরাম ওরাওঁ নামে এক শ্রমিক অজগরটিকে বস্তাবন্দী করেন, খবর পেয়ে বন্যপ্রাণ শাখার বিন্নাগুড়ি স্কোয়াডের কর্মীরা ঘটনাস্থলে এলে সাপটিকে বনকর্মীদের হাতে তুলে দেন চা শ্রমিকরা।
আরও পড়ুন:ডিএ-র দাবিতে কর্মবিরতি, তালিকা দিয়ে একদিনের বেতন কাটার নির্দেশ