Viral Video: পোষ্যের সঙ্গে তার মালিক বা মালকিনের খুনসুটির বিভিন্ন মুহূর্ত মাঝে মাঝেই ভাইরাল (Viral Video) হয় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে। কোথাও দেখা যায় মালিক বা মালকিনের দেখাদেখি যোগাসনে মজেছে পোষ্য কুকুর। কোথাও বা দেখা যায় পরম মমতায় পোষ্যকে খাবার খাইয়ে দিচ্ছেন তার মালিক বা মালকিন। তবে এবার ভাইরাল হয়েছে একটি আজব ভিডিও। সেখানে দেখা গিয়েছে পোষ্য ইগুয়ানার (Iguana) সঙ্গে তরমুজ (Watermelon) ভাগ করে খাচ্ছেন এক যুবক। এই ইগুয়ানা হল এক জাতীয় গিরগিটি। অনায়াসে গাছে চড়তে পারে এরা। মূলত দেখা যায় আমেরিকায়। সাধারণ গিরগিটির তুলনায় এই ইগুয়ানারা আকার, আয়তনে একটু বড় হয়। দেখার দিক থেকেই এমনি গিরগিটির তুলনায় একটু আলাদা রকমের হয় এই ইগুয়ানারা। 


পোষ্য ইগুয়ানার সঙ্গে তরমুজ ভাগ করে খাচ্ছেন এক যুবক, দেখুন সেই ভাইরাল ভিডিও


 






ট্যুইটারে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, সেই ইগুয়ানার সঙ্গেই তরমুজ ভাগ করে খাচ্ছেন এক যুবক। প্রথমে ওই যুবকই তরমুজের ফালিতে কামড় বসিয়েছেন। তাঁর দেখাদেখি পিছন থেকে এসে তরমুজের ফালির উপর নজর দিয়েছে ওই ইগুয়ানাটি। পোষ্য যে তরমুজ খেতে চায় সেটা বোঝার পর ইগুয়ানার দিকে ফল এগিয়ে দেন ওই যুবক। এরপর ওই যুবকের দেখাদেখি কামড়ে কামড়ে তরমুজ খাওয়া শুরু করে দেয় ইগুয়ানাটিও। দিব্যি ছোট ছোট কামড় দিয়ে ফল খেতে দেখা গিয়েছে ইগুয়ানাটিকে। সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এই ভিডিও। নেটিজেনদের অনেকেই বলেছেন, পোষ্যের প্রতি যুবকের ভালবাসা দেখে তাঁদের ভাল লেগেছে। তবে অনেকে আবার এও বলেছেন যে, এমন ভীষণদর্শন পোষ্যের সঙ্গে একই ফলের টুকরো ভাগ করে খাওয়া বেশ সাহসের ব্যাপার। এর পাশাপাশি অনেকে আবার প্রশ্ন তুলেছেন হাইজিন নিয়েও। তাঁদের মতে একই তরমুজের ফালি পোষ্য ইগুয়ানার সঙ্গে ভাগ করে না খেয়ে আলাদা করে পোষ্যকে ফল দিলেই পারতেন ওই যুবক। ট্যুইটারে ক্রমশ এই ভিডিওর ভিউ, লাইক ও কমেন্টের সংখ্যা বাড়ছে। 


সোশ্যাল মিডিয়ায় পোষ্যের সঙ্গে নানা রকমের মজার মুহূর্তের ভিডিও শেয়ার করেন অনেকেই। কিন্তু তাই বলে ইগুয়ানার সঙ্গে তরমুজ ভাগ খাওয়ার ঘটনা এই প্রথম দেখা গিয়েছে। আর তাই এই ভাইরাল ভিডিও দেখে অবাক হয়েছেন নেটিজেনরা। 


আরও পড়ুন- হাসপাতালের নিচে গুপ্তধন থুড়ি 'সুড়ঙ্গ'! ১৩২ বছর পুরনো নির্মাণের খোঁজ মুম্বইয়ে