কলকাতা: ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় এল ভারতের আরও একটি জায়গা। অসমের মইডাম (Moidams)। অসমের প্রাচীন তাই-অহোম রাজবংশের শেষকৃত্য এবং সমাধির জায়গা এটি। অহোম সংস্কৃতিতে এই জায়গাকে বিশেষভাবে পবিত্র বলে বিশ্বাস করা হয়। PIB-এর রিপোর্ট অনুযায়ী তাই-অহোম সংস্কৃতিতে মইডামের অর্থ 'আত্মার বাসস্থান' বা Home-for-spirit. UNESCO-এর সাংস্কৃতিক সম্পদ বা Cultural Property বিভাগে এই সম্মান পেয়েছে অসমের এই মইডাম।


এই তালিকাভুক্তি কথা জানিয়ে অসমের (Assam) মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা X হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, 'চরাইদেও (Charaideo)-এর মইডাম (Moidams) অসমে তাই-অহোম গোষ্ঠীর গভীর আধ্যাত্মিক চেতনা, উন্নত সভ্যতার ইতিহাস এবং স্থাপত্যবিদ্যায় পারদর্শিতার বিষয়টিই ফুটিয়ে তোলে।' তিনি আরও লিখেছেন, 'ভারতের মাটি থেকে এই ঘোষণাটি করা হয়েছে। এটি প্রথমবারের মতো উত্তর-পূর্বের কোনও জায়গা যা সাংস্কৃতিক বিভাগের অধীনে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে৷ কাজিরাঙ্গা এবং মানস জাতীয় উদ্যানের পরে এটি অসমের তৃতীয় ঐতিহ্যবাহী স্থান।'


 







কেন্দ্রীয় মন্ত্রী এস জয়শঙ্কর, পীযূষ গোয়েল, নিতিন গডকরী, জেপি নাড্ডা এই বিষয়টির কথা জানিয়ে X হ্যান্ডেলে পোস্ট করেছেন। পোস্ট করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। 


অসমের চড়াইদেও জেলায় রয়েছে এই মইডাম। এটি এখানকার প্রাচীন রাজবংশের সদস্য়দের সমাধি ঢিপি। ১২-১৩ শতাব্দী থেকে ১৯ শতাব্দী পর্যন্ত অহোম রাজবংশের অধীনে ছিল অধুনা অসম-সহ উত্তর-পূর্বের বিস্তীর্ণ এলাকা। ওই রাজবংশের অন্তত ৯০ জন রাজা, রানি এবং উচ্চপদের অভিজাত শ্রেণির ব্য়ক্তিদের সমাধি রয়েছে এখানে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, রাজাদের দৈব বলে বিশ্বাস করা হতো। সেই কারণেই প্রাকৃতিক সামগ্রী ব্যবহার করে একটি পবিত্র ভূমি তৈরি করা হতো সমাধিক্ষেত্র হিসেবে।  প্রথমে এই ঢিপিগুলি কাঠের তৈরি ফাঁপা বাক্স বা ঘরের উপর তৈরি হলেও পরে পাথর ও পোড়ামাটির ইট দিয়ে তৈরি ভল্ট আকৃতির জিনিসের উপর তৈরি করা হতো। এরপর অষ্টভুজ আকৃতির ওই জায়গার একেবারে মাঝে একটি সমাধি মতোন তৈরি করা হয়। এই এলাকায় প্রাথমিক আয়তন ৯৫.০২ হেক্টর। এর চারপাশে ৭৫৪.৫১১ হেক্টরের বাফার জ়োন রয়েছে। এই সমাধিক্ষেত্রের আকৃতি এবং ব্যবহারের দিক থেকে মিশরের পিরামিড এবং প্রাচীন চিনের royal tombs-এর সঙ্গে তুলনা করা হয়।


এই এলাকা রক্ষা করা নিয়ে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে। প্রবল বৃষ্টির কারণে ক্ষয়, ভূমিধ্বস, আগাছা বৃদ্ধির কারণে এই জায়গা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই Moidams-কে UNESCO Heritage List-এ ঢোকানোর দাবি দীর্ঘদিনের ছিল। সেইমতো কাজও করা হচ্ছিল। এই প্রাপ্তির ফলে প্রত্নতত্ত্বের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এলাকা রক্ষা করতে সুবিধা হবে বলে নানা মহলের মত।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: সাফল্য বদলেছে জীবন, বেড়েছে ব্যস্ততা, অলিম্পিক্সে কি বাজিমাত করতে পারবেন লভলিনা ?