নয়াদিল্লি : বলার অপেক্ষা রাখে না যে, ডিভোর্স বা বিবাহ-বিচ্ছেদ এখনও এশিয়া মহাদেশের অনেক দেশে আলোচনার ক্ষেত্রে একটি স্পর্শকাতর বিষয়। যেসব দম্পতি সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেন তাঁদের সমাজে প্রায়ই অন্য চোখে দেখা হয়। বিষয়টি আরও খারাপ হয়ে ওঠে মহিলাদের ক্ষেত্রে। এই পরিস্থিতিতে সম্প্রতি আমেরিকায় বসবাসকারী এক পাকিস্তানি মহিলা পার্টির আয়োজন করে কার্যত স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্নতাকে উদযাপন করলেন। Pakistani Woman In US throws Party To Celebrate Her Divorce


সম্প্রতি ফেসবুক পেজে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, ডিভোর্স হয়ে যাওয়া ওই মহিলা পার্পস রঙের একটি লেহঙ্গা পরে উদ্দাম নাচছেন। পিছনে চলছে বলিউডের একের পর এক গান। পার্টি উপস্থিত আন্যরাও তাঁকে উৎসাহিত করছেন। আর ব্যাকগ্রাউন্ডে টাঙানো বেলুনে লেখা, 'ডিভোর্স মুবারক।' কার্যত উৎসবের আমেজ। ফেসবুক পেজের ওই ভিডিওর ক্যাপশনে লেখা, "আমাদের দেশে যদি এসব চলে, তাহলে একদিন বিয়ের আইডিয়াটাই শেষ হয়ে যাবে।"



সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি আসতেই তা ছড়িয়ে পড়ে। অনেকেই নানারকম প্রতিক্রিয়া জানান। একাধিক ইউজারের বক্তব্য, কোনও তিক্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসা দরকার। এদিকে পাকিস্তানের অনেকে ওই মহিলার সমালোচনা করেছেন। এমনকী কমেন্ট সেকশনে তাঁকে ধিক্কারও জানিয়েছেন। 


এক ইউজার কমেন্ট করেছেন, "ডিভোর্স একদমই সেলিব্রেট করা উচিত নয়। হ্যাঁ এটা ঠিক যে এটা আপনাকে বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। হ্যাঁ, এটি আপনাকে একজন নার্সিসিস্ট থেকে মুক্তি দেয়। এটা আপনার মানসিক স্বাস্থ্যের পক্ষেও ভাল। আপনি ট্রমা থেকে বেরিয়ে আসতে পারবেন। কিন্তু আমরা যদি ডিভোর্স সেলিব্রেট করি, তাহলে মানুষ বিয়ে করতে ভয় পাবেন। এমনিতেই গর্বিত সিঙ্গল মাদারের সংখ্যা বেড়ে চলেছে। শিশুর কাছে বাবার অনুপস্থিতি ট্রমার মতো।"


কেউ কেউ আবার ওই মহিলার পক্ষে দাঁড়িয়ে লিখেছেন, নিজের জন্য দাঁড়ানোর মতো শক্তিশালী। নিজের সুখকে অগ্রাধিকার দিয়েছেন। অপর একজন লিখেছেন, 'ওহে মহিলা, এখানে আমি তোমার আনন্দে কাঁদছি। জীবন যা দেবে তা সব তোমার...জ্বলজ্বল করতে থাকো, তুমি এটার যোগ্য।' 


আলোচ্য এই মহিলার আমেরিকায় একটি স্টোর আছে। যদিও তিনি ডিভোর্সের কারণ জানাননি।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।