Viral Video: বিয়ের দিনটা প্রায় সব মেয়ের জীবনেই একটা স্পেশ্যাল দিন। কেমন সাজবেন, কী করবেন--- সব পরিকল্পনা অনেক আগেই ছকে ফেলা হয়। আর কনে যদি হন শাহরুখ খানের (Shah Rukh Khan) ফ্যান তাহলে তো কথাই নেই। নিশ্চিত বিয়ের কোনও না কোনও অনুষ্ঠানে প্রিয় তারকার সিনেমার গানে নাচ করবেন তিনি। তবে এবার এক আজব কাণ্ড ঘটেছে। শাহরুখ খানের ফ্যান এই বিয়ের কনে। তাই তাঁকে দারুণ এক সারপ্রাইজ দিয়েছেন হবু বর। ইনস্টাগ্রামে ভাইরাল (Viral Video) হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা গিয়েছে, তৈরি হয়েছে বেশ বড় একটি মঞ্চ। তার উপরেই নাচ করার জন্য তৈরি রয়েছেন বর। পিছনে জায়ান্ট স্ক্রিনে দেখা গিয়েছে একটি মোবাইলের ছবি যেখানে একটি ফোনকল আসছে। এই ফোন আসছে খোদ শাহরুখের তরফে। ফোন ধরার মতোই স্ক্রিনে সোয়াইপ করে কল ধরেছেন পাত্র। আর তারপরেই ভেসে এসেছে কিং খানের কণ্ঠস্বর। বর-কনের কন্য বিয়ের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন অভিনেতা।
বিয়ের আসরে বর কনে একে অন্যকে বিভিন্ন ধরনের সারপ্রাইজ দিয়ে থাকেন। তবে এমন সারপ্রাইজের আয়োজন সচরাচর দেখা যায় না। ইনস্টাগ্রামের এই ভাইরাল ভিডিও দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা। সকলেই একবাক্যে স্বীকার করেছেন এই কনের কপাল দারুণ ভাল। তা বিয়েতে খোদ শাহরুখ খাব তাঁকে শুভেচ্ছা জানিয়ে অডিও বার্তা পাঠিয়েছেন। পাত্রও যে কনের জন্য এমন অভিনব সারপ্রাইজের কথা ভেবেছেন সেই জন্য তাঁকেও সাধুবাদ জানিয়েছেন নেটিজেনদের অনেকে।
শাহরুখের আগামী ছবি 'জওয়ান'- এর অ্যাকশন সিকোয়েন্স ফাঁস!
শাহরুখ খানের (Shah Rukh Khan) আগামী ছবি 'জওয়ান'-এর (Jawan) অ্যাকশন সিক্যোয়েন্স ফাঁস অনলাইনে (Action Sequence Leaked Online)? সোশ্যাল মিডিয়ায় এমনই গুঞ্জন। 'পাঠান' ছবির অভাবনীয় সাফল্যের পর 'জওয়ান' ছবিতে ফের দুর্দান্ত অ্যাকশন করতে দেখা যাবে কিং খানকে। সেই শ্যুটিংয়েই ব্যস্ত তিনি। এরইমধ্যে শোনা যাচ্ছে অনলাইনে নাকি লিক হয়ে গেছে 'জওয়ান'-এ বাদশাহের অ্যাকশন দৃশ্য। সোশ্যাল মিডিয়ায় কোনও কিছু পোস্ট হলে তা ভাইরাল হতে তো বিশেষ সময় লাগে না। একটি পাঁচ থেকে ছয় সেকেন্ডের ক্লিপ ভাইরাল হয়েছে তেমনই। সেখানে দেখা যাচ্ছে 'পাঠান' তারকা, ছোট চুল, হালকা দাড়ি মুখে গুণ্ডা পেটাচ্ছেন। মুখে একটা সিগারও ধরে রেখেছেন। স্লো-মোশনে শ্যুট করা ভিডিওটি। প্রসঙ্গত, এই ভিডিও ক্লিপটি এখন সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলা হয়েছে, কারণ সেটি 'রেড চিলিজ্'-এর কপিরাইট নীতি লঙ্ঘন করছিল। কিন্তু ট্যুইটারে এখনও 'হ্যাশট্যাগ জওয়ান' ট্রেন্ড করছে। অনেকেই সেই ভিডিও এখনও পোস্ট করে চলেছেন। অনুরাগীরাও উচ্ছ্বসিত। অনেকেই রিট্যুইট করে চলেছেন সেই ভিডিও।