নয়া দিল্লি: ফোনে কথা বলায় এমনই বিভোর পিছনে যে সাপ এসেছে ফোঁস ফোঁস করছে তা শুনতেই পেলেন না যুবক। বিশালাকার ওই সাপটি পিছনে এসেছে তা ঘুণাক্ষরে টের পেলেন না তিনি। ফলস্বরূপ যা হল তা রীতিমতো ভয়ঙ্কর।       


শিউরে ওঠা সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে ওই সাপের আক্রমণ থেকে অল্পের জন্য বেঁচে গেছে। তিনি বেঁচে গিয়েছেন তার পরা টুপিটির জন্যই। ভিডিও Nature is Amazing অ্যাকাউন্ট থেকে X-এ শেয়ার করা হয়েছে।  এই ক্লিপটি ইতিমধ্যেই ৩,৩০,০০০ এরও বেশি ভিউ পেয়েছে। তবে অনলাইনে তীব্র আলোচনার ঢেউও তুলেছে। 


ফুটেজে দেখা যাচ্ছে, লোকটি তার পিছনে লুকিয়ে থাকা বিপদ সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। তিনি তখন ফোনে কথা বলতে মগ্ন। সেই সময় ফণা তুলে এগিয়ে আসে সাপটি। ছোবল মারার জন্যেও প্রস্তুত সে। ছোবল মারতে গিয়েই ঘটে আসল ঘটনা। যুবকের মাথায় ছিল কালো রঙের টুপি। ছোবল মেরে যুবকের টুপিটি খুলে নেয় সাপটি। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। 






আরও পড়ুন, টাকা চুরি করে প্রেমিকাদের নিয়ে কুম্ভে 'পুণ্য স্নানে চোর', বাড়ি ফিরতেই জেলে!


নেটিজেনদের মতে, ভাগ্যের জেরে যুবক বেঁচে গেছেন। যুবক হয়তো নিজেও জানেন না, কতটা ভাগ্যবান তিনি। ভিডিওটি হু-হু করে ছড়িয়ে পড়তেই, সকলের যুবকের ভাগ্য দেখে চমকে গেছেন।


অনেক নেটিজেনদের কথায়, 'এই যুবক নিজেও জানে না কতটা ভাগ্যবান সে। এই ভিডিওটি পরে দেখে বুঝতে পারছেন যে আপনি বিপদের কতটা কাছে এসে পড়েছিলেন।'  আরেক নেটিজেনের কথায়, "সেরা জীবন রক্ষাকারী আনুষঙ্গিক জিনিসপত্রের জন্য ওই টুপিটি পুরষ্কার পাওয়ার যোগ্য"। ভাগ্যের কথা উল্লেখ করে নেটিজেনের কথায়, "ওই টুপিটি হেলমেটের চেয়েও বেশি কাজ করেছে!" আরেকজন বলেছেন, "প্রমাণ যে ক্ষুদ্রতম জিনিসও জীবন রক্ষাকারী হতে পারে।"                                                  


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে