World’s Newest Countries: রাষ্ট্রসংঘ গঠন হয়েছিল ১৯৪৫ সালে। কিন্তু তখনও পৃথিবীর সব দেশ স্বাধীন হয়নি। যেমন আমাদের ভারত স্বাধীন হয় ১৯৪৭ সালে। এমনই বেশ কিছু দেশ বহু পরে স্বাধীনতা পায়। এ শুধু গত শতাব্দীর কথা নয়। একুশ শতকেও বেশ কিছু দেশ নিজেদের জন্য একটি স্বাধীন পরিচয় পেয়েছে। সেই দেশগুলির মধ্যে এমন অনেক দেশ রয়েছে যারা এখন সেই অর্থে সাবালক হয়নি। অর্থাৎ বয়স পেরোয়নি ১৮-র কোঠা (World’s Newest Countries List)।


১. নবীনতম দেশ


যেমন ধরা যাক দক্ষিণ সুদানের কথা। ২০১১ সালের ৯ জুলাই এই দেশটি স্বাধীনতা লাভ করে। তাঁর আগে দীর্ঘদিন ধরে ওই দেশে নাগরিকদের বিদ্রোহ চলছিল। বেশ কয়েক দশকের সেই বিদ্রোহ শেষ হয় স্বাধীনতা অর্জনের মধ্য়ে দিয়ে। বর্তমান স্বাধীন দক্ষিণ সুদানের বয়স এখনও ১৩ বছর হয়নি। অর্থাৎ দেশটি সবে তাঁর কৈশোরে। 


২. ষোড়শী কোসোভো


সার্বিয়ার অধীনে ছিল এই ছবির মতো ছোট্ট দেশটি। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি দেশটি স্বাধীনতা লাভ করে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্বীকৃতি পেয়েছিল তাঁর স্বাধীনতা কিন্তু সব দেশ এখনও সেই স্বীকৃতি দেয়নি অবশ্য। স্বাধীন কোসোভোর বয়স মাত্র ১৬ বছর। অর্থাৎ এখনও ১৮ হতে দুই বছর বাকি!


৩. সদ্য সাবালক মন্টেনেগ্রো 


স্টেট ইউনিয়ন অব সার্বিয়া থেকে বেরিয়ে ২০০৬ সালের ৩ জুন মন্টেনেগ্রো স্বাধীন দেশ হয়। অ্যাড্রিয়াটিক কোস্টলাইনের জন্য বিশ্বের পর্যটকদের জন্য এই দেশটি অন্যতম আকর্ষণ। ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদও পেয়েছে দেশটি। সদ্য আঠারো বছর বয়স হয়েছে মন্টেনেগ্রো।


৪. তরুণ ইস্ট টাইমর


ইস্ট টাইমর দেশটির ছবির মতো প্রাকৃতিক শোভা পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ। দেশটির পুরো নাম অবশ্য ডেমোক্রেটিক রিপাবলিক অব টাইমর-লেস্টে। ২০০২ সালে এই দেশটি গঠিত হয়। দক্ষিণ-পূর্ব আফ্রিকার এই দেশটির বয়স ২২ বছর। সমুদ্রসৈকতের অপরূপ দৃশ্যের জন্য এখনও বিভিন্ন দেশের পর্যটকরা এখানে ভিড় জমান।


৫. পালাউয়ের যৌবন


এবার পিছিয়ে যেতে হয় গত শতাব্দীতে। কারণ এই শতকে আর কোনও দেশ স্বাধীন হয়নি। গত শতকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আলাদা হয়ে যায় পালাউ। কম্প্য়াক্ট অব ফ্রি অ্যাসোসিয়েশনের অধীনে ১৯৯৪ সালে স্বাধীন হয় পালাউ। বর্তমানে দেশটির বয়স ৩০ বছর।


আরও পড়ুন - Viral News: লক্ষ লক্ষ ভারতীয় প্রজাতির কাক মেরে ফেলবে কেনিয়া প্রশাসন, কেন এই সিদ্ধান্ত ?


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।