কলকাতা: তিনি বিশিষ্ট শিল্পপতি। কিন্তু সেই পরিচয় ছাপিয়ে তাঁর একটি পরিচয় রয়েছে- তিনি সমাজসেবী। দেশের ঘরে ঘরে তাঁর নাম জানে- রতন টাটা (Ratan Tata)। ভারতের এই প্রবাদপ্রতিম শিল্পপতি এবার ইন্সটাগ্রামে (Instagram) এক পথকুকুরের জন্য় সাহায্য চাইলেন। অসুস্থ ওই সারমেয়র জন্য রক্তের খোঁজ পেতে ছবি-সহ পোস্ট করে ইন্সটাগ্রামে মুম্বইবাসীর সাহায্য চেয়েছেন তিনি। সেই পোস্টই ভাইরাল হয়েছে।


টাটা গ্রুপের (Tata Group) চেয়ারম্যান এমিরেটাস রতন টাটা সাত মাসের এক পথকুকুরের ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। ওই সারমেয় এখন ভর্তি রতন টাটারই তৈরি মুম্বইয়ের Small Animal Hospital-এ। তাঁর পোস্টে রতন টাটা জানিয়েছেন এই সারমেয়র চিকিৎসা চলছে। টিক ফিভার সন্দেহ করা হচ্ছে, তার সঙ্গেই প্রাণঘাতী অ্যানিমিয়া হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ওই সারমেয়র জন্য রক্তের খোঁজ করেছেন তিনি। 


রতন টানা লিখেছেন, 'আমি আপনাদের সাহায্য চাই। এই সাত মাসের কুকুরটি আমাদের প্রাণী হাসপাতালে রয়েছে। এর জরুরিভিত্তিতে ব্লাড ট্রান্সফিউসনের প্রয়োজন। আমাদের এখনই এক সারমেয়কে দরকার যে মুম্বইয়ে রক্তদান করতে পারবে।' এরই সঙ্গে রক্তদাতা কুকুরটিকে ঠিক কী কী শর্তপূরণ করতে হবে সেটাও স্পষ্ট জানিয়েছেন তিনি।


 






১-৮ বছরের মধ্য়ে হতে হবে। সুস্থ হতে হবে। ২৫ কেজি বা তার উপরে ওজন হতে হবে। সম্পূর্ণরকম ভাবে টিকাকরণ হয়ে থাকতে হবে। আরও কিছু কিছু শর্তের কথা বলা হয়েছে।  


এই পোস্ট এখন ভাইরাল (Viral Post)। বহু ইন্টারনেট ব্যবহারকারী এই পোস্টের নীচে কমেন্ট করেছেন। এগিয়ে আসার জন্য আবেদন করেছেন। রতন টাটার মতো এক ব্যক্তিত্ব এমন পোস্ট করায় সাধুবাদ জানিয়েছেন অনেকে। সারমেয়দের প্রতি রতন টাটার ভালবাসার কথা সুবিদিত। প্রায়শই তাঁর ইন্সটাগ্রাম হ্যান্ডেলে সারমেয়র সঙ্গে তাঁর ছবি দেখা যায়। টাটা গ্রুপের হেডকোয়ার্টারে পথ কুকুরদের জন্য একটি বিশেষ ক্যানেলও তৈরি করা হয়েছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: বিমা কভারেজের সঙ্গে বিনিয়োগও! এক প্রিমিয়ামেই জোড়া সুবিধা! কীভাবে?