কলকাতা: অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) ছবি আজকাল খুব ভাইরাল (Viral) হচ্ছে। ইন্টারনেটে (Internet) অপটিক্যাল ইলিউশন দেখার পর, মানুষ সঠিক উত্তর খুঁজে বের করতে পছন্দ করেন। কিছু প্রতিভাধর মানুষ অবিলম্বে খুঁজে পেয়ে যান এই ধাঁধার উত্তর। আবার অনেকে আছেন যাঁরা দীর্ঘ সময় ধরে লড়াই করার পরেও সঠিক উত্তরটি আর কিছুতেই খুঁজে পান না।          


আমাদের চারপাশে অপটিক্যাল ইলিউশনের অনেক ছবি রয়েছে৷  অপটিক্যাল ইলিউশন শুধুই ছবির ধাঁধা নয়। আমরা কীভাবে একটি নির্দিষ্ট বিষয়কে দেখি তার পাশাপাশি আমাদের ব্যক্তিত্বের একটি দিকও তুলে ধরে এইসব অপটিক্যাল ইলিউশন। প্রত্যেকেই প্রথম নজরে বিভিন্ন কিছু লক্ষ্য করবেন এটাই স্বাভাবিক কারণ প্রত্যেক মানুষ আলাদা, তাঁদের দৃষ্টিকোণও ভিন্ন।             


আরও পড়ুন, ১০ সেকেন্ডের মধ্যে বলতে পারবেন কোন লাইনটি দীর্ঘ?


অপটিকাল ইলিউশন মানেই চোখ-মাথায় ঘোর লেগে যাওয়া। এতটাই দৃষ্টিভ্রম হয় যে আপনি ছবি ও ছবির অর্থের মধ্যে পার্থক্য খুঁজে বের করতে পারবে না। সাদাকালো সেই গোল ছবির পিছনে কয়েকটি সংখ্যা লুকিয়ে রয়েছে। চট করে দেখে অবশ্য বোঝার ঊপায় নেই। অনেকেই এই ধাঁধার উত্তর দিতে সমস্যায় পড়তে পারেন। কারণ এর জন্য চোখের ওপর চাপ পড়ে।          



               


এই ছবিতেই যেমন জিরাফ খুঁজে পেতে কালঘাম ছুটেছে। সোশাল মিডিয়ায় নেটিজেনরা অবশ্য বলেছেন এই জিরাফ ছবি তুলতে একদমই পছন্দ করে না। তাই লুকিয়ে রয়েছে। আবার যারা উত্তর দিতে পেরেছেন তাঁরা জানিয়েছেন জিরাফ লুকিয়ে রয়েছে ঠিকই, কিন্তু সে যে এত লম্বা তাই সহজেই ধরা পড়ছে। ছবিটি দেখে নিন। একটি ছোট বন যা একটি পর্ণমোচী বন হতে পারে। যেখানে রঙ, আলো এবং প্যাটার্ন সব মিলে মিশে রয়েছে।