কলকাতা: সোশাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হওয়া অপটিকাল ইলিউশন (Optical Illusion) এর ছবির মধ্যেই লুকিয়ে থাকে অনেক কিছু। আপনার মন (Mind) সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে হলে ভাল করে দেখুন এই ছবি। আসলে এই ধরনের ছবি পরীক্ষা নেয় মানুষের মস্তিষ্কের, এমনকি মনেরও। আমাদের প্রত্যেকের চিন্তা ভাবনা আলাদা এবং চরিত্রের দিক থেকেও আমারা আলাদা হই অপরের থেকে। সেই বিষয়টি এই ছবি থেকে বুঝতে পারা যায়।
সম্প্রতি টুইটারে। The Minds Journal নামের একটি পেজ থেকে শেয়ার করা হয়েছে এই ভাইরাল ছবি। সেখানে দেখা যাচ্ছে যে, একটি ছবির মধ্যে লুকিয়ে রয়েছে অনেক জেব্রা। এছাড়াও সেই ছবিতে লুকিয়ে রয়েছে একটি বাঘ। কিন্তু সবার চোখে সবটা ধরা পড়ছে না। আপনি আগে কোন প্রাণী দেখছেন সেটাও তাই গুরুত্বপূর্ণ।
যারা আগে এই ছবিতে প্রথমে দেখতে পাচ্ছেন জেব্রার ছবি, তাঁরা তাদের জীবন নিয়ে বিশাল রক্ষণাত্মক। এর ফলে তাদের মন সহজেই অস্থির হয় না। তাঁরা জানে কখন কী করতে হবে। এদের মনে লুকিয়ে থাকে বিভিন্ন ধরনের সুপ্ত ইচ্ছে। আর যারা প্রথমে বাঘ দেখতে পাচ্ছেন তারা আসলে কনফিউজড। কিছুতেই বুঝতে পারেন না, তাঁরা জীবনে কী চান। এর ফলে তাঁরা বেছে নিতে পারেন না তাদের জীবনের লক্ষ্য। এই কারণেই তাদের মন বেশি অস্থির।
আরও পড়ুন, ১৬টি বাঘ রয়েছে একটি ছবিতেই, খুঁজে পাননি অনেকেই; আপনি পারবেন?
এই অপটিকাল ইলিউশন দেখলে চোখ ও মাথা দুইই ভাল থাকে। নিজের কর্মক্ষমতাও অনেকটা বৃদ্ধি পায়। তবে এই ধরনের অপটিকাল ইলিউশন কিন্তু বাস্তবে থাকে না। এগুলি সবটাই বানানো হয়ে থাকে।
অপটিকাল ইলিউশন হল এমনই এক ধাঁধা যা সবসময় আপনার পর্যবেক্ষণ ক্ষমতাকে চ্যালেঞ্জ করবে। ছবির মধ্যেই লুকিয়ে রাখা থাকে এমন কিছু বিষয় যা আপনাকে কঠিন সময়ের মধ্যে ফেলবেই। অথচ উত্তর না দিয়ে যেতেও পারবেন না। অনেক সময় ছবির মধ্যে ছবি যেমন থাকে, তেমন ছবির অর্থর ওপরও নানা উত্তর নির্ভর করে।