কলকাতা: বর্তমানে একাধিক দৃষ্টিভ্রমের (Optical Illusion) ছবি দেখা যায় সোশাল মিডিয়ায় (Social Media)। যা দেখলে চোখ ধাঁধিয়ে যায়। কিন্তু মজা সেখানেই। ছবিটি দেখতে এক রকম হলেও সেখানেই লুকিয়ে থাকে একাধিক জিনিস। কখনও এক মানুষের মুখের মধ্যে লুকিয়ে থাকে আরও নানা মুখ। কখনও বা এক প্রাণীর মধ্যে লুকিয়ে থাকে আরও কয়েকটি প্রাণী। কিন্তু সেগুলি খুঁজে বের করাটাই মজার। অনেকেই এই দৃষ্টিভ্রম খেলায় অংশ নেন। যদিও ওপরেই এই ছবিটি দেখে চেষ্টা করেও বেশির ভাগই ব্যর্থ হয়েছেন।                                                       


আকর্ষণীয় ধাঁধা ছাড়াও, এই অপটিক্যাল বিভ্রমগুলি আপনার আইকিউ স্তর এবং ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলিও নির্ধারণ করে। তাই এই ছবিতে কটি প্রাণী রয়েছে তা বলাও সহজ নয়। অনেকেই অনুমান করেছেন তবে তা সঠিক নয়। ছবি দেখে পশুদের সঠিকভাবে চিহ্নিত করাটা রীতিমতো কঠিন কাজ।                                                       


আরও পড়ুন, ১৬টি বাঘ রয়েছে একটি ছবিতেই, খুঁজে পাননি অনেকেই; আপনি পারবেন? 


ছবিটিকে খুব মনোযোগ দিয়ে দেখুন- 




ছবিটি শেয়ার করেছেন একজন টিক-টক নির্মাতা রানা আরশাদ। প্রথমে ছবিটি দেখে ভালুকের ছবি চোখে পড়তে পারে। তবে এর পাশাপাশি আরও প্রাণীও রয়েছে। প্রাথমিকভাবে মোট পাঁচটি প্রাণী চোখে পড়লেও এখানে মোট আটটি প্রাণী রয়েছে। ভালুক, কুকুর, বাদুড়, বিড়াল, বানর ছাড়াও বিড়ালের লেজের উপর একটি কাঠবিড়ালি, আর একটি খরগোশও রয়েছে।