ভাদোদরা: নিজেকে ভালোবেসে, নিজের সঙ্গে বাঁচা। এই মন্ত্রেই বিশ্বাস করেন ক্ষমা বিন্দু (Kshama Bindu)। গুজরাতের ভাদোদরার (Vadodara) বাসিন্দা ক্ষমা নিজেই নিজেকে বিয়ে করবেন বলেছিলেন। আগে থেকেই শুরু হয়েছিল প্রস্তুতি। পূর্ব নির্ধারিত সূচি মেনেই ৯ জুন বিয়ে সারলেন তিনি। কনের সাজে সেজেছিলেনে ক্ষমা বিন্দু। কিন্তু, ছিলেন না কোনও পাত্র। কারণ সোলোগামি (Sologamy) করেছেন তিনি। অর্থাৎ নিজেই নিজেকে বিয়ে করেছেন। বলা হচ্ছে, ভারতে এই প্রথম কেউ এমন পদক্ষেপ নিলেন। গায়ে হলুদপর্ব, মেহেন্দি থেকে শুরু করে বাকি সব প্রথাই পালিত হল বাড়িতে। ইন্সটাগ্রামে সেই ছবিও শেয়ার করেছেন ক্ষমা বিন্দু। 


 










আগেই বিয়ে:
আগে বলা হয়েছিল ১১ জুন বিয়ে সারবেন তিনি। কিন্তু কোনওরকম সমস্যা এড়াতে দুদিন আগে, ৯ জুনই বিয়ের পর্ব সারলেন তিনি। ঠিক হয়েছিল, ভাদোদরার গোত্রিতে মন্দিরে সবরকম প্রথা ও রীতি মেনে তিনি বিয়ে করবেন। কিন্তু তা নিয়ে বিতর্ক শুরু হয়। স্থানীয় কিছু লোকজন এর বিরোধিতা শুরু করেন। সূত্রের খবর, যে পুরোহিত বিয়ের কাজ সারবেন বলেছিলেন তিনিও পিছিয়ে আসেন। এই কাজ হিন্দুধর্মের বিরোধী, এমন প্রচারও শুরু হয়। তার ফলে সমস্যা এড়াতে বাড়িতেই ঘনিষ্ঠবৃত্তে বিয়ে সারলেন তিনি। 


আরও পড়ুন:  ১৬টি বাঘ রয়েছে একটি ছবিতেই, খুঁজে পাননি অনেকেই; আপনি পারবেন?