নয়া দিল্লি: সোশাল মিডিয়া (Social Media) রেডিট-এ শেয়ার করা একটি ছবিতে দেখা যাচ্ছে ছ'জন মহিলা (Woman) কিন্তু তাঁদের পাঁচ জোড়া পা। এই দৃষ্টিভ্রম সোশাল মিডিয়া ইউজারদেরও বিভ্রান্ত করে তুলেছে। ছবিতে দেখা যাচ্ছে, পাঁচজন মহিলা একটি পানশালার সোফায় বসে রয়েছেন। সোফার ডান দিকে বসে আছেন একজন মহিলা, বাম দিকেও। সেখানে দেখা যায় তৃতীয়জন মহিলার পা নেই।                      


সোশালে এই ছবি দেখার পরই অনেকেই বিস্মিত হয়েছে। অনেকে এই দৃষ্টিভ্রমের (Optical Illusion) ব্যাখ্যা খোঁজারও চেষ্টা করেছেন। একজন ইউজার লিখেছেন, "আমার মনে হয় একজন মেয়ের পিছনে আরেকজনের পা রয়েছে। আরেকজন ইউজার লিখেছেন, "এই মেয়েদের পা খুঁজে পাওয়া খুব কঠিন। কারণ এঁদের প্যান্টের রঙ প্রায় একই এবং তা দৃষ্টিভ্রম করছে। জুতো দেখে যদি কিছুটা বোঝা যায় তাহলে সেটা হতে পারে।"                                                                       


আরও পড়ুন, নতুন ব্যবসা শুরুর আগে ট্রাকের গায়ে মেয়ের পায়ের ছাপ, বাবার কীর্তি ভাইরাল


কিন্তু আপনি এখনও খুঁজে পেয়েছেন কি? তবে  এক ইউজার লিখেছেন, "বাঁ দিকের দুটি মেয়ে কালো জিন্স পরা। খুব নিবিড়ভাবে লক্ষ্য করে দেখবেন তখন সেখানে একটি মেয়ের পা দেখা যাচ্ছে, নীল জিন্স পরা। প্রথম দুটি মেয়ে কালো প্যান্ট পরা এবং তাঁদের পা একে অপরের সঙ্গে মিশে গেছে। এছাড়াও গাঢ় নীল টপযুক্ত মেয়েটির পা প্রায় বোঝাই যাচ্ছে না। এতটাই অস্পষ্ট। তাই এমন ভ্রম। আসলে সব ঠিকই আছে। এটা দৃষ্টিভ্রম।" 


যদিও কীভাবে ফটোতে ৬ জন মহিলার ছ'জোড়া পায়ের বদলে ৫ জোড়া পা কীভাবে হল সেই ব্যাখ্যা কেউই দিতে পারেননি। আপনি কি পারলেন এই ধাঁধার সমাধান করতে?