কলকাতা: অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) আপনার মস্তিষ্ককে (Brain) এমন কিছু ভ্রম তৈরি করে যা আদতে অস্তিত্বহীন। এটি এমন এক ধরনের ব্রেন গেম যা আপনাকে এমন জিনিসগুলি দেখতে দেয় যা বাস্তবে সেখানে নেই। আজকের অপটিক্যাল ইলিউশন ইমেজের একটি উদাহরণ রয়েছে।                                                         


সোশাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হওয়া অপটিকাল ইলিউশন (Optical Illusion) এর ছবির মধ্যেই লুকিয়ে থাকে অনেক কিছু। আপনার মন (Mind) সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে হলে ভাল করে দেখুন এই ছবি। আসলে এই ধরনের ছবি পরীক্ষা নেয় মানুষের মস্তিষ্কের, এমনকি মনেরও। আমাদের প্রত্যেকের চিন্তা ভাবনা আলাদা এবং চরিত্রের দিক থেকেও আমারা আলাদা হই অপরের থেকে। সেই বিষয়টি এই ছবি থেকে বুঝতে পারা যায়। 


এই ছবিতে ঠিক কতগুলি সংখ্যা রয়েছে এবং সেই সংখ্যা গুলি কী কী? সেই উত্তর দিতে পারেননি অনেকেই। আপনি কি সঠিক উত্তর দিতে পারবেন?                                                     


আরও পড়ুন, নারীমুখে লুকিয়ে আছে আরেক প্রাণ, পাচ্ছেন কি খুঁজে?                                                            



এই ছবি দেখলে চোখ ধাঁধিয়ে যেতে বাধ্য। এক নজরে প্রথমে চারটি সংখ্যা দেখতে পাওয়া যাচ্ছে। ছয়, আট, চার এবং এক- এই চার সংখ্যাই দেখা যাচ্ছে। তবে এই ছবিতে কিন্তু রয়েছে মোট ১০টি ছবি। এই উত্তর দিতে পারেননি প্রায় ৯৯.৯ শতাংশ।