নয়া দিল্লি: ছবিটি দেখে দৃষ্টিভ্রম (Optical Illusion) হলেও এই ছবিতেই লুকিয়ে রয়েছে নানা বিধ জিনিস। এরই মধ্যে থেকে আপনি কি দেখতে পাচ্ছেন ক'জন মানুষ রয়েছেন এই ছবিতে। এটি একটি পেন্সিল ড্রয়িং (Pencil Drawing)। ডার্ক সেইডি নামক এক শিল্পী টিকটকে (Tiktok) এই ছবিটি শেয়ার করেছেন। তিনি নিজেই লিখেছেন যে ছবি দেখে কেউ যদি ক'জন মানুষ রয়েছেন সেই সঠিক সংখ্যা খুঁজে পান, তাহলে তাঁর মস্তিষ্ক ও চোখ অত্যন্ত ভাল বলেই ধরা হবে। 


কী জানিয়েছেন ওই শিল্পী?


দ্য সান পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, যদি এই ছবি থেকে আপনি ৭টি মানুষ ও একটি বেড়াল খুঁজে পান তাহলে আপনার মস্তিষ্ক এই মুহূর্তে সবচেয়ে ভাল অবস্থায় রয়েছে। যদি ৬টি দেখতে পান, তাহলে ঠিকঠাক। দুই বা তিন জন মানুষ দেখলে আপনার মনের আরও সাহায্য দরকার। 


আরও পড়ুন, ছবিটিতে কী দেখছেন আপনি? কেন দেখছেন এমনটা, রইল কারণ


সোশাল মিডিয়ায় এই ছবি দেখে অনেকেই কমেন্ট করেছেন। অনেকেই জানিয়েছেন তাঁরা ক'জন মানুষ দেখছেন, ক'জন প্রাণী দেখছেন তা জানিয়েছেন। অনেকে বলেছেন অনেকক্ষণ সময় লেগেছে ছবিটি বুঝতে। অনেকে বলেছেন তাঁরা কয়েক সেকেন্ডের মধ্যেই বুঝে গিয়েছেন উত্তর।  




রইল সেই ছবি


সঠিক উত্তর কি তা অবশ্য বোঝা যায়নি। এক ব্যবহারকারী বলেছেন, ৭ জন মানুষ, একটি হাঁস, বিড়াল, একটি কুকুড় এবং একটি ইঁদুর দেখতে পেয়েছেন। অনেকেই অবশ্য বিড়ালটি খুঁজে পায়নি। তবে অনেকে আবার বলেছেন তাঁরা সহজেই বিড়াল খুঁজে পেয়েছেন। যদিও ৭ জন মানুষ খুঁজে পাননি অনেকেই। তৃতীয় একজন মন্তব্য করেছেন: "বিড়ালটি আমাকে খুঁজে পেতে সবচেয়ে বেশি সময় নিয়েছে।"