কলকাতা: ছবির ধাঁধা নিয়ে সময় কাটাতে অনেকেই ভালোবাসেন। নতুন নতুন এমন ছবির ধাঁধা বা অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) খোঁজ চালাতেও দেখা যায় উৎসাহী ব্যক্তিদের। একটি ধাঁধা নিয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় যে কীভাবে বেরিয়ে যায় তা অনেকেই বুঝে উঠতে পারেন না। মস্তিষ্ক ও দৃষ্টির সর্বোত্তম ব্যবহার করেও অনেক সময় সেই ধাঁধার উত্তর পাওয়া সম্ভব হয় না। আবার অনেকেই সহজেই খুঁজে নেন সেই উত্তর। সুডোকু বা শব্দছক করার নেশার মতই এখন মানুষ এই অপটিক্যাল ইলিউশনের দিকে ঝুঁকছেন।                         

  


অপটিকাল ইলিউশন ছবি তৈরি করা হয় পঞ্চইন্দ্রিয়কে রীতিমতো চ্যালেঞ্জ জানানোর জন্য। অত্যন্ত স্ট্র‍্যাটেজিক্যালি এগুলি বানান হয়ে থাকে। সঠিক উত্তর পেতে চাই গলদঘর্ম অবস্থা হয়। আজকের এই অপটিকাল ইলিউশনটিও এমন। কয়েক সেকেন্ডের মধ্যে বলতে হবে ছবিতে কতগুলি ঘোড়া রয়েছে৷ সেই উত্তরের ওপর নির্ভর করছে আপনার পার্সোনালিটি কেমন।                                        


আরও পড়ুন, ছবিতে লুকিয়ে রয়েছে হাতি! উত্তর দিতে পেরেছেন ১ শতাংশ; আপনি পারলেন? 


যদি ছবিতে আপনি একটি ঘোড়া দেখেন তবে আপনি বড় মনের। সবকিছুকেই বড় করেই দেখতে ভালবাসেন। কোনও পদক্ষেপ নেওয়ার আগে ভাবেন তা। হুটহাট কোনও কিছু করে বসেন না।  আপনার মধ্যে অনেক গুণ রয়েছে। তবে কিছুটা অতিরিক্ত আত্মবিশ্বাসও রয়েছে। 


যদি পাঁচ থেকে দশটি ঘোড়া দেখেন, তাহলে বুঝতে হবে আপনি পারফেক্ট হতে পছন্দ করেন। কোনকিছুই হালকা ভাবে নেন না। বাস্তবের ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নিতে পছন্দ করেন। হেরে যেতে অপছন্দ তাই কাজের ক্ষেত্রে একটু অগোছালো হলেও জয়ের ক্ষেত্রে বদ্ধপরিকর৷ যদি আপনি কয়েক সেকেন্ডের মধ্যে বুঝতে পারেন এই ছবিতে এগারোটির বেশি ঘোড়া রয়েছে তাহলে আপনি অত্যন্ত বুদ্ধিমান।