Optical Illusion: ছবিতে ঠিক কতগুলি ৭ সংখ্যা রয়েছে, উত্তর দিতে পারেননি ৯৯ শতাংশই; আপনি পারবেন?

Optical Image: অপটিকাল ইলিউশন আমাদের চতুর্দিকে হয়ে থাকে। নিজেরাই সেগুলির উত্তর খুঁজে বের করি আমরা। চোখ এবং মাথা দুটোকেই চ্যালেঞ্জ জানান যায় এই ধরনের দৃষ্টিভ্রমের মাধ্যমে৷

Continues below advertisement

কলকাতা: অপটিকাল ইলিউশন (Optical Illusion) সম্প্রতি দারুণ জনপ্রিয়তা পেয়েছে সোশাল মাধ্যমে (Social Media)। প্রতি সপ্তাহেই এগুলির সৃষ্টিকারকরা নতুন নতুন অপটিকাল ইলিউশন নিয়ে আসেন। যা নিয়ে উন্মাদনাও প্রবল হয়। সেই দৃষ্টিভ্রম থেকে উত্তরের খোঁজ পেতে চলে চ্যালেঞ্জও। তেমনই একটি অপটিকাল ইলিউশন এবার ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।                      

Continues below advertisement

অপটিকাল ইলিউশন আমাদের চতুর্দিকে হয়ে থাকে। নিজেরাই সেগুলির উত্তর খুঁজে বের করি আমরা। চোখ এবং মাথা দুটোকেই চ্যালেঞ্জ জানান যায় এই ধরনের দৃষ্টিভ্রমের মাধ্যমে৷ এমন অনেক কিছু দেখি যার আদতে বাস্তবে কোনও অস্তিত্ব নেই। এর মধ্যে অনেক ইলিউশন বেশ মজার, অনেকগুলি আবার মাথা খারাপ হয়ে যাওয়া। সম্প্রতি যেমন এই অপটিকাল ইলিউশনটি অত্যন্ত জনপ্রিয় হয়েছে। নেটিজেনদের মধ্যে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে।           

আরও পড়ুন, চোখ ধাঁধানো ছবিতে লুকিয়ে বিড়াল-হরিণ? আপনি দেখতে পাচ্ছেন?

এই অপটিকাল ইলিউশনটি শেয়ার করেছেন টিকটক স্টার হেকটিক নিক। তিনি বলেছেন যে এই ছবি থেকে সবকটি ৭ সংখ্যা খুঁজে পেয়েছেন মাত্র ১ শতাংশ৷ যদিও সঠিক উত্তর পেতে কালঘাম ছুটেছে সকলেরই৷ ছবিতে দেখা যাচ্ছে একাধিক ৭ কিন্তু তা আসলে ঠিক নয়। এখানে Z এবং 7 মিলে মিশে রয়েছে।                                                     


একজন ইউজার বলেছেন, প্রতিটা লাইন খুঁটিয়ে দেখার পর ২৮ টি ৭ সংখ্যা খুঁজে পেয়েছি। আরেকজন বলেছেন তিনি ১ টি সোজাভাবে থাকা ৭ আর ১৭টি উলটো ৭ সংখ্যা খুঁজে পেয়েছেন। তৃতীয় এক ব্যক্তি বলেছেন তিনি ১৯ টি ৭ সংখ্যা খুঁজে পেয়েছেন।              

Continues below advertisement
Sponsored Links by Taboola