কলকাতা: সোশাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হওয়া অপটিকাল ইলিউশন (Optical Illusion) এর ছবির মধ্যেই লুকিয়ে থাকে অনেক কিছু। আপনার মন (Mind) সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে হলে ভাল করে দেখুন এই ছবি। আসলে এই ধরনের ছবি পরীক্ষা নেয় মানুষের মস্তিষ্কের, এমনকি মনেরও। আমাদের প্রত্যেকের চিন্তা ভাবনা আলাদা এবং চরিত্রের দিক থেকেও আমারা আলাদা হই অপরের থেকে। সেই বিষয়টি এই ছবি থেকে বুঝতে পারা যায়।     


অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) আপনার মস্তিষ্ককে (Brain) এমন কিছু ভ্রম তৈরি করে যা আদতে অস্তিত্বহীন। এটি এমন এক ধরনের ব্রেন গেম যা আপনাকে এমন জিনিসগুলি দেখতে দেয় যা বাস্তবে সেখানে নেই। আজকের অপটিক্যাল ইলিউশন ইমেজের একটি উদাহরণ রয়েছে।  


অসাধারণ এই পেন্টংটি  ( optical illusion) ওলেগ শুপলিয়াকের ( Oleg Shuplyak) । এটি  একটি সুন্দর শিল্পকর্ম, এই নারীর মুখাবয়বের মধ্যেই লুকিয়ে এক অন্য ছবি (concealed images) ।  পেন্টিংটির মধ্যে যে  শুধুমাত্র অন্য কিছু লুকিয়ে আছে তাই নয়, বরং এর কিছু লুকানো অর্থও রয়েছে।  যা এটিকে আরও ইউনিক করে তুলেছে। আপনি এই সুন্দর পেইন্টিং মধ্যে লুকানো প্রতীক খুঁজে পাচ্ছেন কি? 




আপনি কি ছবিতে গোপন আরেকটি ছবি দেখেছেন? কী তা?  নারীর মুখের দিকে তাকিয়ে দেখুন তো আপনি কিছু দেখছেন কি ?


এই সুন্দর ছবিতে, আমরা একটি মুখ দেখতে পাচ্ছি, তবে আপনি হয়তো লক্ষ্য করেছেন যে চোখ এবং নাক একটি  পাখির মতো। নারীর চোখ-নাকেই  লুকিয়ে পাখি। আবারও দেখুন মন দিয়ে। তাহলেই স্পষ্ট হবে সেই ছবি। আপনি যদি একবারেই লুকনো পাখিটিকে খুঁজে পেয়ে যান, তবে বুঝতে হবে আপনার দৃষ্টি শিল্পীর মতো। সঠিক উত্তর দিতে পারেননি অনেকেই। তবে মনোবিদরা বলছেন, একটু মনোযোগ থাকলেই খুঁজে পাবেন এই পাখিকে।