নয়াদিল্লি: অপটিক্যাল ইলিউশন (Optical Illusion)। দৃষ্টিভ্রম। যা শতকের পর শতক ধরে মানুষকে রোমাঞ্চিত করেছে। এমন কিছু মনোমুগ্ধকর ছবি, যা দেখে চোখ আপনার আটকাবেই। কিন্তু সেই সমস্ত ছবি চ্যালেঞ্জ (challenge) ছুঁড়ে দিতে পারে আপনার দর্শন ইন্দ্রিয়কে। যা দেখছেন, যা বুঝছেন এবং আসলে ছবিতে যা আছে তা বেশিরভাগ সময়েই সমান হয় না। সঠিক বার্তা খুঁজে বের করতে অনেকেই হিমশিম খান এই ধরনের ছবি থেকে। ফলে বাড়ে কৌতূহলের মাত্রা। সোশ্যাল মিডিয়ায় (Social Media) এরকম ছবি প্রায়ই ভাইরাল হয়। তেমনই একটি ছবি নিয়ে এখন চর্চা তুঙ্গে। যেখানে দেখা যাচ্ছে এক দল হাতি। তার মধ্যে লুকিয়ে কী?
হাতির মাঝেও দৃষ্টিভ্রম
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে এক দল হাতি এবং তার মধ্যে নাকি লুকিয়ে রয়েছে একটি হৃদয় বা যাকে বলে 'হার্ট' (heart)।
অপটিক্যাল ইলিউশন, বিভিন্ন মনস্তাত্ত্বিক এবং শারীরবৃত্তীয় কারণগুলিকে কাজে লাগায়, যেমন আমাদের চোখ যেভাবে রং, আকৃতি এবং বিভিন্ন প্যাটার্ন উপলব্ধি করে, সেই সঙ্গে আমাদের মস্তিষ্কের অনুমান করা এবং অনুপস্থিত তথ্য পূরণ করার প্রবণতা। এই ধাঁধার মতো ছবিগুলি, আমাদের উপলব্ধিকে চ্যালেঞ্জ করে, আমাদের প্রশ্ন করে যে কোনটি বাস্তব এবং কোনটি ভ্রম।
এই ভাইরাল হওয়া ছবিটি দেখুন ভাল করে। অজস্র মিষ্টি সুন্দর হাতি একসঙ্গে দাঁড়িয়ে আছে বলে দেখতে পাবেন। কারও শুঁড়ে কলা, কারও মাথায় টুপি, কারও গায় মালা পরানো। এই সবের মধ্যে বহুরূপীর মতো লুকিয়ে আছে একটি 'হৃদয়' বা 'হার্ট'।
গোলাপী রঙের হৃদয় এত সুন্দর গোটা ছবির সঙ্গে মিশে গিয়েছে যে তা খুঁজে বের করতে বেশ বেগ পেতে হবে। হঠাৎ এক ঝলকে চোখে পড়বে না। কারণ একই রঙের সঙ্গে মিশে গেছে এটি। নীচে রইল ছবি, দেখুন তো খুঁজে বের করতে পারেন কি না। তবে হ্যাঁ, সময় অনন্তকাল নেই, মাত্র ১৯ সেকেন্ডে খুঁজে বের করতে হবে।
ছবি সৌজন্য: ডুডল্ফ
আরও পড়ুন: Optical Illusion: আমের মধ্যেই লুকিয়ে টিয়া! ১০ সেকেন্ডের মধ্যে খুঁজে পাবেন কি আপনি?
খুঁজে পেলেন?
যদি এখনও 'হৃদয়' বা 'হার্ট' খুঁজে না পেয়ে থাকেন তাহলে কিছু টিপস রইল। প্রথমেই 'হৃদয়' বা 'হার্ট' আকৃতিটা খুঁজে বের করার চেষ্টা করুন। ভাল করে ছবিতে মন দিন এবং বিভিন্ন স্থান থেকে দেখার চেষ্টা করুন। যদি এখনও না পেয়ে থাকেন, তাহলে রইল সবচেয়ে বড় টিপস! প্রত্যেক হাতির গায়ে থাকা প্রজাপতিগুলো লক্ষ্য করুন, তাহলেই খুঁজে পাবেন। সময় শেষ। খুঁজে দেওয়া রইল নীচে। দেখে নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন