নয়া দিল্লি: আপনার পর্যবেক্ষণ দক্ষতা পরীক্ষা করার জন্য অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) বেশ কার্যকরী একটি পদ্ধতি। এই অপটিক্যাল বিভ্রমগুলিও মনোবিশ্লেষণের ক্ষেত্রের একটি অংশ, কারণ তারা আপনার ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলি জানতে সাহায্য করে। আমরা প্রত্যেকেই নানা ভাবে একই বস্তু দেখি। ফলে সেই বস্তুকে নিয়ে আমাদের আমাদের উত্তরগুলিও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। 

  


ঠিক যেমন এই ছবির ক্ষেত্রে। উপরের ছবিটি এক ইউজার @ottaken সোশাল পোস্ট হিসেবে শেয়ার করেছেন। অনেকেই ছবিটি দেখার পর মাথা ঘুরছে এমন অনুভবও করেছেন। ঠিক কতগুলি বৃত্ত রয়েছে এই ছবিতে তা বুঝতে পারা মোটেও সহজ কাজ নয়। বরঙ্গ বেশ কঠিন ও কষ্টসাধ্য।                                                                                          


ছবিটি এবার বেশ মন দিয়ে দেখুন- 




আরও পড়ুন, জামাটিতে ঠিক কতগুলি ছিদ্র রয়েছে? সঠিক উত্তর দিতে পারেননি অধিকাংশই!


আসলে অপটিক্যাল ইলিউশন শুধুই ছবির ধাঁধা নয়। আমরা কীভাবে একটি নির্দিষ্ট সমস্যাকে দেখি তার পাশাপাশি আমাদের ব্যক্তিত্বের একটি দিকও তুলে ধরে এইসব অপটিক্যাল ইলিউশন, যার সম্পর্কে আমরা হয়তো সচেতনই নই এমনটাই মত। যদিও উলটো মতও আছে যে এর মাধ্যমে মন ও মস্তিষ্ক  এই দুইয়েরই ক্ষমতা বুঝতে পারা যায়।                                                                        


এখনও উত্তর না পেলে। আপনার জন্য রইল সমাধান-